চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ হতে ৪৯৭ বোতল অবৈধ মাদক FAIRDYL (Phensedyl) উদ্ধার করেছে র্যাব-৫।
সোমবার (৫ ডিসেম্বর) শিবগঞ্জ থানাধীন শাহাপাড়া (মুন্সিপাড়া) হতে FAIRDYL (Phensedyl) উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-৫, রাজশাহী, সিপিসি-১।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানাধীন শাহাপাড়া (মুন্সিপাড়া) এলাকায় পলাতক আসামী শফিকুল ইসলাম বাবু এর বসতবাড়ীতে অবৈধ মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ১০নং মনাকষা ইউপি'র অন্তর্গত ৯নং ওয়ার্ডস্থ শাহাপাড়া (মুন্সিপাড়া) গ্রামের পলাতক আসামী শফিকুল ইসলাম বাবু (৩৫)এর বসতবাড়ীর দক্ষিন পাশের শয়ন কক্ষের ভিতরে খাটের পাশে রক্ষিত ৫টি প্লাস্টিকের বস্তা হতে ৪৯৭ বোতল FAIRDYL (Phensedyl), উদ্ধার করা হয়।
পলাতক আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য যে, আসামী পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয় নাই।
সোমবার (৫ ডিসেম্বর) শিবগঞ্জ থানাধীন শাহাপাড়া (মুন্সিপাড়া) হতে FAIRDYL (Phensedyl) উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-৫, রাজশাহী, সিপিসি-১।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানাধীন শাহাপাড়া (মুন্সিপাড়া) এলাকায় পলাতক আসামী শফিকুল ইসলাম বাবু এর বসতবাড়ীতে অবৈধ মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ১০নং মনাকষা ইউপি'র অন্তর্গত ৯নং ওয়ার্ডস্থ শাহাপাড়া (মুন্সিপাড়া) গ্রামের পলাতক আসামী শফিকুল ইসলাম বাবু (৩৫)এর বসতবাড়ীর দক্ষিন পাশের শয়ন কক্ষের ভিতরে খাটের পাশে রক্ষিত ৫টি প্লাস্টিকের বস্তা হতে ৪৯৭ বোতল FAIRDYL (Phensedyl), উদ্ধার করা হয়।
পলাতক আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য যে, আসামী পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয় নাই।