রাজশাহীতে শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ

আপলোড সময় : ০৫-০১-২০২৬ ১১:৩০:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০১-২০২৬ ১১:৩০:২২ অপরাহ্ন
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় শীতার্ত অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় রাজশাহী জেলার অধীনস্থ চরমাজারদিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার হরির ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে বিজিবি। শীতপ্রবণ এ এলাকার সুবিধাবঞ্চিত মানুষের শীতের কষ্ট লাঘবের লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বিজিবির এ উদ্যোগকে তারা আন্তরিকভাবে স্বাগত জানায়। স্থানীয়দের মতে, এ ধরনের সহায়তা কার্যক্রমে সাধারণ মানুষের সঙ্গে বিজিবির সৌহার্দ্য ও আস্থার সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে।

শীতবস্ত্র বিতরণ শেষে রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি বলেন, আর্তমানবতার সেবায় বর্ডার গার্ড বাংলাদেশ সব সময় সীমান্তবর্তী ও সাধারণ মানুষের পাশে রয়েছে। সমাজের অসহায় ও দুঃস্থ জনগণের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও বর্ডার গার্ড বাংলাদেশ এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

উল্লেখ্য, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিজিবির এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]