দেশের সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে

আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০২:৩৪:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০২:৩৪:৪১ অপরাহ্ন
পাবনার ঈশ্বরদীতে তীব্র শীতে জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রোববার তা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে।

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, কয়েকদিন ধরে ঈশ্বরদীর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। আজ ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা মৃদু শৈত্যপ্রবাহের কারণে হয়েছে।

গতকাল রোববার (৪ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে শনিবার (৩ জানুয়ারি) ৯ ডিগ্রি, আগের দিন শুক্রবার (২ জানুয়ারি) ৮ দশমিক ৮ ডিগ্রি এবং বৃহস্পতিবার ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এই শীত আরও কয়েক দিন বজায় থাকতে পারে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]