দু-একদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান: মির্জা ফখরুল

আপলোড সময় : ০৪-০১-২০২৬ ১১:০৫:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৬ ১১:০৫:১৬ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী দু-একদিনের মধ্যেই দলের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হবেন তারেক রহমান। রোববার সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, দলের চেয়ারপারসনের মৃত্যুর পর চেয়ারম্যান পদটি শূন্য রয়েছে। সেই শূন্যতা পূরণে তারেক রহমানকে এই দায়িত্বে বসানো হবে।

একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব জানান, বরাবরের মতো এবারও সিলেট থেকে দলের নির্বাচনী প্রচারণা শুরু করা হবে। তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে গণমাধ্যমে আশঙ্কার কথা বলা হলেও দল হিসেবে বিএনপি কোনো শঙ্কা বোধ করে না। শুরু থেকেই বিএনপি নির্বাচন দাবি করে আসছে।

এর আগে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর গত শনিবার তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হন।

অন্যদিকে, বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার এবং বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী।

দলীয় সূত্র জানায়, ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত সব জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন ছিল বিএনপির দখলে। এই সময়ের মধ্যে চারবার ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া।

প্রসঙ্গত, এক-এগারোর পর তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে দেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। সে বছরের ১১ সেপ্টেম্বর কারামুক্ত হয়ে তারেক রহমান লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছাড়েন। বিদেশে অবস্থানের কারণে তিনি তখন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি এবং পরবর্তী সময়ে দেশে না ফেরায় ভোটার হননি।

গত বছর জুলাইয়ের অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে দেশে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]