চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকা থেকে র্যাব-৭ চট্টগ্রাম আনোয়ারা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক প্রধান আসামী শওকত আলীকে (৪২) গ্রেফতার করেছে।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, আনোয়ারা থানার মামলা নং-০৫, তারিখ ৭ নভেম্বর ২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০-এর এজাহারনামীয় প্রধান আসামী শওকত আলী চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানানো হয়, শনিবার (৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণীত এলাকায় অভিযান চালিয়ে শওকত আলীকে গ্রেফতার করে। তিনি হাজীগাঁও, আনোয়ারা, চট্টগ্রামের মৃত জালাল আহমদের ছেলে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, আনোয়ারা থানার মামলা নং-০৫, তারিখ ৭ নভেম্বর ২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০-এর এজাহারনামীয় প্রধান আসামী শওকত আলী চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানানো হয়, শনিবার (৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণীত এলাকায় অভিযান চালিয়ে শওকত আলীকে গ্রেফতার করে। তিনি হাজীগাঁও, আনোয়ারা, চট্টগ্রামের মৃত জালাল আহমদের ছেলে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।