নগরীতে হেরোইন-ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৫:৪৩:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৫:৪৩:৪২ অপরাহ্ন
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ দুই নারী ও এক যুবক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩ জানুয়ারি) দুপুর সোয়া ২টায় শাহমখদুম থানার সিটিহাট মোড় ও সন্ধ্যায় নগরীর চন্দ্রিমা থানার রেলওয়ে কলোনী থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৯গ্রাম হেরোইন, ১৭৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৬ হাজার ৬শ ৪০ টাকা জব্দ করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো: মোসাঃ খালেদা বেগম (২৫), সে চন্দ্রিমা থানার রেলওয়ে কলোনীর খাইরুল ইসলামের মেয়ে, মোছাঃ নাছরিন খাতুন (২৬) সে একই এলাকার আজাহার আলীর মেয়ে ও মোঃ শুভ ওরফে সিজান (২০), সে নগরীর শাহমখদুম থানার ফুদকিপাড়া গ্রামের মোঃ সাইরুল ইসলামের ছেলে।

রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর চন্দ্রিমা থানাধীন রেলওয়ে কলোনী এলাকায় অভিযান চালিয়ে ১৯ পুরিয়া হেরোইন (ওজন ৩ গ্রাম), ৭পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং নগদ ১ হাজার ৫শ ৪০ টাকা-সহ খালেদা বেগমকে গ্রেফতার করেন পুলিশ পরিদর্শক সমিত কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল। খালেদার স্বীকারোক্তি ও দেখানো মতে পাশ্ববর্তী একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৬গ্রাম হেরোইন, ১০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৫ হাজার ১শ টাকা-সহ নাছরিন খাতুনকে গ্রেফতার করা হয়। 

এর আগে, এদিন দুপুর সোয়া ২টায় ডিবির আরেকটি দল শাহমখদুম থানার সিটিহাট মোড় নতুন ফুদকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ শুভকে গ্রেফতার করে। 

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদক নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে। 

এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক করবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]