চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন খেজুরতলা এলাকায় প্রকাশ্যে জুয়া খেলার সময় র্যাব-৭ এর অভিযানে ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত তাস ও বিপুল পরিমাণ নগদ টাকা জব্দ করা হয়।
র্যাব-৭, চট্টগ্রাম সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইপিজেড থানার খেজুরতলা এলাকায় একটি বসতঘরে নগদ টাকার বিনিময়ে জুয়ার আসর বসেছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩ জানুয়ারি) রাত সোয়া ১টায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে মো. সুমন মিয়া (৩০), মোঃ নুর উদ্দিন (৪৫), মোঃ রাশেদ (৪৭), মো. জাহেদ হোসেন (৪০), মোঃ হাসান (৩৬) ও মোঃ হাসান (৩৮) নামের ছয়জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা চট্টগ্রাম, নেত্রকোনা ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
পরবর্তীতে আটককৃতদের উপস্থিতিতে জনৈক সাইফুলের দোচালা টিনশেড বসতঘর তল্লাশি করে জুয়ার আসর থেকে ১৫৬টি তাস এবং নগদ ১ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
র্যাব-৭, চট্টগ্রাম সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইপিজেড থানার খেজুরতলা এলাকায় একটি বসতঘরে নগদ টাকার বিনিময়ে জুয়ার আসর বসেছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩ জানুয়ারি) রাত সোয়া ১টায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে মো. সুমন মিয়া (৩০), মোঃ নুর উদ্দিন (৪৫), মোঃ রাশেদ (৪৭), মো. জাহেদ হোসেন (৪০), মোঃ হাসান (৩৬) ও মোঃ হাসান (৩৮) নামের ছয়জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা চট্টগ্রাম, নেত্রকোনা ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
পরবর্তীতে আটককৃতদের উপস্থিতিতে জনৈক সাইফুলের দোচালা টিনশেড বসতঘর তল্লাশি করে জুয়ার আসর থেকে ১৫৬টি তাস এবং নগদ ১ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।