মাগুরায় মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজছাত্র খুন

আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৬:৪৮:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৬:৪৮:৪১ অপরাহ্ন
মাগুরার শালিখা উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজছাত্র টিটো মন্ডলকে (২০) খুন করেছে দুর্বৃত্তরা এবং এ সময় আরও চারজনকে জখম করা হয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার গজদুর্বা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাশের বলাই নাঘোসা গ্রামের লিটন মুসলি­র ছেলে সিফাত বিন ফাহিমকে আটক করেছে পুলিশ।

ছুরিকাঘাতে আহত গজদুর্বা গ্রামের লাবিব, ডলার ও মাহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আহত শাকিলকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ফাহিমসহ বেশ কয়েকজন যুবক গজদুর্বা গ্রামের নদীর পাড়ে কুঁড়েঘরে মাদক সেবন করছিল। এটা ওই গ্রামের টোকন মন্ডলের ছেলে টিটো জানতে পেরে গ্রামের অন্যদের জানায়। সেখানে উপস্থিত হয়ে কয়েকজন মাদকসেবীদের বাধা দেয়। এ সময় মাদক সেবনকারীরা ধারালো ছুরি দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে টিটো ও চারজন গুরুতর জখম হয়। মাগুরা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শালিখা সিংড়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী টিটোর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে আসামি করে শালিখা থানায় মামলা হয়েছে। জড়িত মূল আসামি সিফাত বিন ফাহিমকে আটক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]