হাদি হত্যাকাণ্ডের খুনি ফয়সালকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জুমা

আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৬:১০:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৬:১০:৪৩ অপরাহ্ন
শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। তিনি দাবি করেছেন, এই হত্যাকাণ্ড সংঘটনের উদ্দেশ্যেই ফয়সাল নামের এক আসামিকে পরিকল্পিতভাবে জামিনে মুক্ত করা হয়েছিল।

শনিবার (৩ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে জুমা এ অভিযোগ করেন। তিনি প্রশ্ন তোলেন, সরকারের ভেতর থেকে কারা ফয়সালের জামিনের জন্য তদবির করেছিলেন এবং কোন বিচারক সেই জামিন মঞ্জুর করেন।

জুমার দাবি, ফয়সালকে জেল থেকে বের করাই হয়েছিল একটি নির্দিষ্ট ‘খুনের মিশন’ সম্পন্ন করার জন্য। এ সময় তিনি জানতে চান, কোন আইনজীবীর মাধ্যমে এবং কার সুপারিশে দ্রুততার সঙ্গে এই জামিন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

হত্যাকাণ্ডের চেষ্টায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া কবির সম্পর্কে জুমা বলেন, ঘটনার প্রথম দিন থেকেই কবির ফয়সালের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিল। কবিরের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা থাকলেও মামলার অগ্রগতি নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।

পুলিশের পক্ষ থেকে মামলায় নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না এমন বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন এই ডাকসু নেত্রী। তার মতে, প্রকৃত পরিকল্পনাকারীদের আড়াল করার কোনো প্রচেষ্টা চলছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।

এ প্রসঙ্গে জুমা অনুসন্ধানী সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, যেন তারা ফয়সালের জামিনের পেছনে থাকা প্রভাবশালীদের পরিচয় এবং ইনকিলাব টিভিতে তার উপস্থিতির নেপথ্যের মাধ্যমগুলো জাতির সামনে তুলে ধরেন।

উল্লেখ্য, শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে গ্রেপ্তার করলেও এখনো মূল পরিকল্পনাকারীদের পরিচয় নিয়ে জনমনে ধোঁয়াশা রয়ে গেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]