রাজশাহী মহানগরীতে সিআইডি’র এসআই এবং ৪৯তম বিসিএস ক্যাডার পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টাকালে মো: কাওসার হোসেন তমাল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) রাতে মহানগরীর রাজপাড়া থানাধীন কোর্ট বুলনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তমাল রাজশাহী মহানগরীর কর্ণহার থানার দারুশা গ্রামের মো: কামরুজ্জামানের ছেলে।
পুলিশ জানায়, নওগাঁর মহাদেবপুর এলাকার এক তরুণীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় তমালের। নিজেকে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা দাবি করে শুক্রবার সন্ধ্যায় রাজশাহী চিড়িয়াখানার সামনে ওই তরুণীর সঙ্গে দেখা করতে আসেন তিনি। পরবর্তীতে কোর্ট বুলনপুর এলাকার একটি চায়ের দোকানে কথা বলার সময় তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ সৃষ্টি হয়। স্থানীয়রা ও ভুক্তভোগী তরুণী তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি নিজের ভুয়া পরিচয়ের কথা স্বীকার করেন।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তমালকে গ্রেপ্তার করে। আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।