বলিউডে কৃতি শ্যাননের নতুন মাইলফলক: এ বছর মুক্তি পাচ্ছে ২০তম হিন্দি ছবি ‘ককটেল ২

আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০১:০৩:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০১:০৩:১৩ পূর্বাহ্ন
বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের জন্য নতুন বছর ২০২৬ শুরু হচ্ছে এক বিশেষ অর্জনের মধ্য দিয়ে। চলতি বছরেই মুক্তি পেতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের ২০তম হিন্দি সিনেমা ‘ককটেল ২’। ২০১৪ সালে ‘হিরোপান্তি’ দিয়ে বলিউডে অভিষেকের পর প্রায় ১২ বছরের পথচলায় এই মাইলফলক কৃতির জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

গত বছর ধানুশের বিপরীতে অভিনীত ‘তেরে ইশক মে’ সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ায়। সেই সাফল্যের ধারাবাহিকতায় নতুন বছরে কৃতি দাঁড়িয়ে আছেন আরেকটি বড় চ্যালেঞ্জ ও সম্ভাবনার সামনে। তবে মজার বিষয় হলো, নিজের ২০তম সিনেমার বিষয়টি শুরুতে তাঁর নজরেই ছিল না। পরে জানতে পেরে তিনি বিস্ময় ও আনন্দ প্রকাশ করেন।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কৃতি শ্যানন জানান, তিনি ব্যক্তিগতভাবে সংখ্যার হিসাব বা মাইলফলকের চেয়ে সিনেমার মান ও চরিত্রের গভীরতাকেই বেশি গুরুত্ব দেন। তাঁর ভাষায়, প্রতিটি সিনেমার আলাদা ধরণ ও দর্শক থাকে, তাই এক ছবির সাফল্যের সঙ্গে অন্যটির তুলনা করা বাস্তবসম্মত নয়। সাফল্যের কোনো একক মাপকাঠি নেই বলেও মন্তব্য করেন তিনি।

নতুন ছবি ‘ককটেল ২’ কৃতির আগের কাজগুলোর তুলনায় ভিন্ন স্বাদের হতে যাচ্ছে। এটি একটি আধুনিক রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করছেন শহীদ কাপুর ও রাশমিকা মান্দানা। কৃতির মতে, তীব্র আবেগনির্ভর ‘তেরে ইশক মে’-এর পর এই হালকা মেজাজের ছবি দর্শকদের জন্য ভিন্নধর্মী বিনোদন এনে দেবে।

২০তম সিনেমার এই মাইলফলককে কেন্দ্র করে অতিরিক্ত চাপ নিতে চান না কৃতি শ্যানন। বরং প্রতিটি চরিত্রে নিজের সেরাটা দেওয়াকেই তিনি সবচেয়ে বড় সাফল্য মনে করেন। নতুন গল্প, ভিন্ন চরিত্র আর সৃজনশীলতার সমন্বয়েই ২০২৬ সালে নিজের ক্যারিয়ারের পরবর্তী ধাপ সাজাতে চান এই বলিউড তারকা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]