ভুয়া ভিডিও ঘিরে সালমানের ‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়ে চর্চা তুঙ্গে

আপলোড সময় : ০৩-০১-২০২৬ ১২:০৭:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০১-২০২৬ ১২:০৭:২৫ পূর্বাহ্ন
সালমান খান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ব্যাটল অফ গালওয়ান ঘিরে ফের বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে ছবির দৃশ্য বলে দাবি করা হলেও, যাচাইয়ে দেখা যাচ্ছে সেটি আদতে এআই প্রযুক্তিতে তৈরি ভুয়ো কনটেন্ট। অভিনেতার জন্মদিনে প্রকাশিত টিজার নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার রেশ কাটতে না কাটতেই এই ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, মুখে আঘাতের চিহ্ন নিয়ে মাটিতে পড়ে থাকা সালমান খান কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে হাতে একটি বেসবল ব্যাট নিয়ে চীনা সেনাদের দিকে এগিয়ে যাচ্ছেন। ভিডিওটি এতটাই নিখুঁতভাবে তৈরি যে প্রথম দেখায় অনেকেই এটিকে ছবির আসল দৃশ্য বলে ধরে নিয়েছেন। ফলে নেটমাধ্যমে বিভ্রান্তিও ছড়িয়েছে।

তবে একাংশ নেটিজেন দ্রুতই সন্দেহ প্রকাশ করেন। একজন এক্স (প্রাক্তন টুইটার) ব্যবহারকারী মন্তব্য করেন, “ঘটনার সময় সেখানে বরফ ছিল না, এটা স্পষ্টতই এআই জেনারেটেড। আরেকজন কটাক্ষ করে লেখেন, এই এআই বানানো জিনিস ইনস্টাগ্রামে দেখিয়ে মানুষকে বোকা বানান। এখানে তো পড়াশোনা জানা লোকজন আছে।

অন্যদিকে, ভিডিওটির প্রশংসাও করেছেন কেউ কেউ। এক নেটিজেনের মন্তব্য, এটা আসল টিজারের থেকেও ভালো। এটাকেই টিজার হিসেবে ছাড়া হলে বেশি কাজ দিত।

উল্লেখ্য, ব্যাটল অফ গালওয়ান’ মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালের ১৭ এপ্রিল। ২০২০ সালের ১৫–১৬ জুন রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনার সংঘর্ষ থেকে অনুপ্রাণিত এই ছবি। টিজার প্রকাশের পর চীনা সংবাদমাধ্যম অভিযোগ তোলে, ছবিটি নাকি ঘটনার তথ্য বিকৃত করছে। তবে এ নিয়ে এখনও পর্যন্ত সালমান খান বা ছবির পরিচালক অপূর্ব লাখিয়া, কেউই প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাননি।

ছবিতে সালমান খানের পাশাপাশি মুখ্য ভূমিকায় রয়েছেন চিত্রাঙ্গদা সিং। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অঙ্কুর ভাটিয়া, অভিলাষ চৌধুরী, বিপিন ভারদ্বাজ ও হীরা সোহালকে। টিজার প্রত্যাশামতো প্রভাব ফেলতে না পারলেও, ট্রেলার প্রকাশ ঘিরে দর্শকদের কৌতূহল বাড়ছে। এরই মধ্যে এআই-তৈরি ভুয়ো ভিডিও ছবিটি নিয়ে উত্তেজনা ও আলোচনা আরও উসকে দিল বলেই মনে করছেন অনেকে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]