রাজশাহীর সিমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বিজিবি।
শনিবার (২ জানুয়ারি) ভোর ৪টায় ব্যাটালিয়নের (১ বিজিবি)-অধীনস্থ চরমাজারদিয়া এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোর ৪টার দিকে দামকুড়া থানাধীন হাড়ুপাড়া এলাকার একটি বাঁশবাগান দিয়ে ভারত থেকে মাদক পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। ওই সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন চোরাকারবারী একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে বস্তা তল্লাশি করে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানায় বিজিবি।
শনিবার (২ জানুয়ারি) ভোর ৪টায় ব্যাটালিয়নের (১ বিজিবি)-অধীনস্থ চরমাজারদিয়া এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোর ৪টার দিকে দামকুড়া থানাধীন হাড়ুপাড়া এলাকার একটি বাঁশবাগান দিয়ে ভারত থেকে মাদক পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। ওই সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন চোরাকারবারী একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে বস্তা তল্লাশি করে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানায় বিজিবি।