রাষ্ট্রীয় শোক ঘোষনা থাকায় রাজশাহীতে উৎসব ছাড়াই শিক্ষার্থীদের হাতে নতুন বই

আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৬:৪১:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৬:৪১:৪২ অপরাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুত ঘোষিত রাষ্ট্রীয় শোকের কারণে এ বছর উৎসব ছাড়াই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। 

বছরের প্রথম দিন (বৃহস্পতিবার) সারাদেশের মতো রাজশাহীতেও সকাল থেকে বিদ্যালয়গুলোতে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়।

শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, শোকাবহ পরিবেশের কারণে কোনো আনুষ্ঠানিকতা বা উৎসব আয়োজন করা হয়নি। সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা সরাসরি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।

বিভাগীয় প্রাথমিক শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর রাজশাহী বিভাগের আট জেলায় প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট বইয়ের চাহিদা ছিল ১ কোটি ২৭ হাজার ১৮৫টি। এ চাহিদার বিপরীতে শতভাগ বই ইতোমধ্যে বিদ্যালয়গুলোতে পৌঁছে গেছে। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা দপ্তরের উপপরিচালক মোঃ সানাউল্লাহ জানান, প্রাথমিক স্তরে বই সরবরাহে কোনো ঘাটতি নেই।

তবে মাধ্যমিক পর্যায়ে এখনো বই সরবরাহ সম্পূর্ণ হয়নি। জেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের তথ্যমতে, রাজশাহী জেলায় মাধ্যমিক, ইবতেদায়ি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট বইয়ের চাহিদা ছিল ৩৭ লাখ ৪ হাজার ৩০২টি। এর বিপরীতে এখন পর্যন্ত ১৮ লাখ ৮ হাজার ১৪৬টি বই পাওয়া গেছে।

সংশ্লিষ্ট দপ্তরগুলো জানিয়েছে, অবশিষ্ট মাধ্যমিক স্তরের বই দ্রুত সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]