কক্সবাজারের পেকুয়া থানায় দায়ের হওয়া চাঞ্চল্যকর ফাতেমা হত্যা মামলার সন্দেহভাজন পলাতক আসামি মনির আহমেদকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে বান্দরবান জেলার আলীকদম থানা এলাকার চিনারী বাজার থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে পেকুয়া থানার মামলা নম্বর-০৯ (তারিখ: ৪ ডিসেম্বর ২০২৫), দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা হত্যা মামলার পলাতক আসামি মনির আহমেদ বান্দরবান জেলার আলীকদম এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
গ্রেফতারকৃত মনির আহমেদ (৩৯) পিতা শফিকুর রহমান। তার বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া থানার ভোরুয়াখালী এলাকায় বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মনির আহমেদকে কক্সবাজার জেলার পেকুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ফাতেমা হত্যা মামলাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং ঘটনার পর থেকে অভিযুক্ত মনির আহমেদ পলাতক ছিলেন।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে বান্দরবান জেলার আলীকদম থানা এলাকার চিনারী বাজার থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে পেকুয়া থানার মামলা নম্বর-০৯ (তারিখ: ৪ ডিসেম্বর ২০২৫), দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা হত্যা মামলার পলাতক আসামি মনির আহমেদ বান্দরবান জেলার আলীকদম এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
গ্রেফতারকৃত মনির আহমেদ (৩৯) পিতা শফিকুর রহমান। তার বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া থানার ভোরুয়াখালী এলাকায় বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মনির আহমেদকে কক্সবাজার জেলার পেকুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ফাতেমা হত্যা মামলাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং ঘটনার পর থেকে অভিযুক্ত মনির আহমেদ পলাতক ছিলেন।