সেনাবাহিনীর সদস্য পরিচয়ে একাধিক বিয়ে করে প্রতারণা ও বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বগুড়ার নন্দীগ্রাম থেকে এক ভুয়া সেনাসদস্যকে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম শ্রী সাগর প্রামানিক (২৫)। তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ছাতরা হাট এলাকার বাসিন্দা।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রী সাগর প্রামানিক নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পরিচয় দিয়ে নন্দীগ্রামের কলেজপাড়া এলাকার কুমারী সনজিতা রানী (২৩)-কে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। বিয়ের ৫–৬ মাসের মধ্যে সনজিতা রানী অন্তঃসত্ত্বা হলে সাগরের পরিচয় ও কর্মকাণ্ড নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি আদতে কোনো চাকরিই করেন না। এরপর সনজিতার পরিবার তাকে পুলিশে সোপর্দ করে।
তদন্তে জানা গেছে, শ্রী সাগর প্রামানিক ভুয়া নাম-পরিচয় ও সেনাবাহিনীর সদস্য পরিচয়ে একাধিক নারীকে বিয়ে করে প্রতারণা করেছেন। এসব প্রতারণার মাধ্যমে তিনি আনুমানিক অর্ধকোটিরও বেশি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রী সাগর প্রামানিক নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পরিচয় দিয়ে নন্দীগ্রামের কলেজপাড়া এলাকার কুমারী সনজিতা রানী (২৩)-কে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। বিয়ের ৫–৬ মাসের মধ্যে সনজিতা রানী অন্তঃসত্ত্বা হলে সাগরের পরিচয় ও কর্মকাণ্ড নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি আদতে কোনো চাকরিই করেন না। এরপর সনজিতার পরিবার তাকে পুলিশে সোপর্দ করে।
তদন্তে জানা গেছে, শ্রী সাগর প্রামানিক ভুয়া নাম-পরিচয় ও সেনাবাহিনীর সদস্য পরিচয়ে একাধিক নারীকে বিয়ে করে প্রতারণা করেছেন। এসব প্রতারণার মাধ্যমে তিনি আনুমানিক অর্ধকোটিরও বেশি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ হেফাজতে দেওয়া জিজ্ঞাসাবাদে শ্রী সাগর প্রামানিক প্রতারণার বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, এর আগেও তিনি দুটি বিয়ে করেছেন এবং রাজশাহীতে তার আরেক স্ত্রী রয়েছে। ওই সংসারে তার নয় বছরের এক ছেলে ও তিন মাসের একটি মেয়ে আছে। তিনি আরও বলেন, প্রথম বিয়ে করেন নিজের এলাকা ছাতরা গ্রামে, স্ত্রী রাজশাহীতে থাকেন। পরে নওগাঁ সদরের পাপিয়া মহন্তকে বিয়ে করেন। এরপর সর্বশেষ নন্দীগ্রামে বিয়ে করেন। ভুয়া সেনাসদস্য পরিচয়ের জন্য সেনাবাহিনীর আইডি কার্ড ও পোশাক তিনি ঢাকায় বানিয়েছেন। প্রতারণার টাকায় নিজ গ্রামের বাড়ি নির্মাণ ও ব্যক্তিগত খরচ করেছেন বলেও স্বীকার করেন।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “শ্রী সাগর প্রামানিক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ভুক্তভোগীরা মামলা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।