রাশিয়া হামলা না থামালে ড্রোন হামলা চলবে! হুঁশিয়ারি জেলেনস্কির

আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০২:১৮:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০২:১৮:০৩ অপরাহ্ন
রাশিয়ার ভিতরে ড্রোন পাঠিয়ে সে দেশের পাঁচটি বিমানঘাঁটিতে দাঁড়িয়ে থাকা ৪১টি বোমারু বিমানকে ধ্বংস করেছে ইউক্রেন। অতর্কিতে ইউক্রেনের এই হামলা সাড়ে তিন বছর ধরে চলা যুদ্ধের অভিমুখ বদলে দেবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। এই আবহে সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারির সুরে জানান, রাশিয়া ইউক্রেনে হামলা না-থামালে তাঁরাও ড্রোন হামলা অব্যাহত রাখবেন।

আমেরিকার মধ্যস্থতায় সোমবার তুরস্কে আলোচনায় বসেছিল রাশিয়া এব‌ং ইউক্রেন। বৈঠকে বন্দি এবং মৃত সেনাদের দেহ বিনিময় নিয়ে ঐকমত্যে পৌঁছোলেও যুদ্ধবিরতি নিয়ে স্থির কোনও সিদ্ধান্তে আসতে পারেনি দু’পক্ষ। সংঘর্ষ থামাতে বৈঠকের আগেই বেশ কিছু শর্ত পেশ করেছিল ইউক্রেন। রাশিয়া অবশ্য বৈঠকের সময় তাদের শর্তগুলি পেশ করে। ইউক্রেনের প্রতিনিধিরা জানান, তারা সেই শর্তগুলি খতিয়ে দেখে এক সপ্তাহ পর সিদ্ধান্তের কথা জানাবেন।

দুই দেশের প্রতিনিধি স্তরে বৈঠকের পর রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা মস্কোর তরফে পেশ করা শর্তগুলি ফাঁস করে দেয়। সেগুলির মধ্যে ছিল রুশ সেনা ইউক্রেনের যে এলাকাগুলি দখল করেছে, সেগুলি মস্কোর হাতে তুলে দেওয়া, ইউক্রেনের সরকারি ভাষা হিসাবে রুশ ভাষাকে স্বীকৃতি দেওয়া। স্বাভাবিক ভাবেই, ইউক্রেন এই দাবিগুলি খারিজ করে দিয়েছে।

অন্য দিকে, শান্তি-আলোচনার মধ্যেই পূর্ব ইউরোপে আকাশপথে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। রুশ সীমান্তবর্তী ক্রামাটরস্কে এক জনের মৃত্যু হয়েছে। আহত দু’জন। ইলিনিভিকায় মৃত্যু হয়েছে দু’জনের। ইউক্রেনের খারকিভ অঞ্চলে মৃত্যু হয়েছে দুই মহিলার। ইউক্রেনের দাবি, প্রতিদিন ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। এই হামলা বন্ধ না-হলে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে কিভ। এই বিষয়ে আমেরিকার হস্তক্ষেপও চেয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, “আমরা আমেরিকার কঠোর পদক্ষেপের জন্য অপেক্ষা করছি। আমার মনে হয় (ডোনাল্ড) ট্রাম্প (রাশিয়ার উপর) বিধিনিষেধ আরোপ করাকে সমর্থন করবেন এবং যুদ্ধ থামাতে পুতিনকে বাধ্য করবেন।”

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]