রাজশাহী মহানগরীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অভিযানে মাহবুবুর রশিদ লিটন (৪৫) নামের এক আওয়ামী কর্মীসহ ২৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরএমপি সূত্র জানায়, বিশেষ এই অভিযানে মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ যৌথভাবে কাজ করছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে গুরুতর অপরাধে অভিযুক্ত ১ জন ছাড়াও ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১৩ জন রয়েছেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও বিস্ফোরণ ঘটানোর অভিযোগে গ্রেপ্তারকৃত আসামির নাম মো: মাহবুবুর রশিদ লিটন (৪৫)। তিনি কর্ণহার থানার সাহাপুর এলাকার বাসিন্দা এবং আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীতে অস্থিতিশীলতা রোধে এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।