রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) এবং রোববার রাতে মহানগরীর বেলপুকুর, বোয়ালিয়া ও রাজপাড়া থানা এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোছা: নাছিমা খাতুন ওরফে তুফানী (৫৫): সে বেলপুকুর থানার ভড়য়াপাড়া গ্রামের বাসিন্দা, মো: সাইফুল ইসলাম (৩২), সে সাতক্ষীরা জেলার বাসিন্দা হলেও বর্তমানে বোয়ালিয়ার ভাটাপুকুর এলাকায় বসবাস করেন, মো: ইমরান (৩০) সে রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা।
এ সময় তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা, ১৪ পিস ইয়াবা এবং ৩০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরএমপি সূত্র জানায়, সোমবার বিকেল পৌনে ৬টার দিকে বেলপুকুর থানা পুলিশ ভড়য়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তুফানীকে আটক করে। এর আগে রোববার রাত ১১টার দিকে সপুরা কেন্দ্রীয় গোরস্থান মোড়ে চেকপোস্টে তল্লাশিকালে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানার উপ-শহর পুলিশ ফাঁড়ি। অন্যদিকে, মহানগর ডিবি পুলিশ লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইমরানকে আটক করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে বিক্রির উদ্দেশ্যে এসব মাদক নিজেদের হেফাজতে রেখেছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।