রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী নজরুল মন্ডলসহ পাঁচজনের মনোনয়নপত্র দাখিল

আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৭:৩০:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০৭:৩০:১২ অপরাহ্ন
 
দুর্গাপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলসহ মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

 
 
জানাগেছে, গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল তার মনোনয়নপত্র দাখিল করেন। 
 
 
এ সময় তার সঙ্গে দুর্গাপুর উপজেলা ও পৌরসভা বিএনপির একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাশতুরা আমিনা মনোনয়নপত্র গ্রহণ করেন।
 
 
মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিন, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, গোলাম মোর্তুজা ও ওমর ফারুক।
 
 
এদিকে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফার ছেলে জুলফার নাঈম মোস্তফা বিস্ময়, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসফা খায়রুল হক শিমুল,  সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রায়হান কায়সার ও আইনজীবী রেজাউল করিম। তিনি সাবেক ছাত্রনেতা ও জিয়া পরিষদ ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, লন্ডন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও আইনজীবী । তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
 
 
উল্লেখ্য, রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন ১২ জন। গত ৩ নভেম্বর বিএনপি থেকে নজরুল ইসলাম মণ্ডলকে প্রার্থী ঘোষণা করা হয়। তিনি এর আগে ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশগ্রহণ করেছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]