মোহনপুর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। সোমবার (২৯শে ডিসেম্বর) বিকালে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানার নিকট বাংলাদেশ জামায়াতে ইসলামীর পবা-মোহনপুরের মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ ও মোহনপুর উপজেলার জামায়াতের নেতৃবৃন্দরা মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা এফএম ইসমাইল আলম আল হাসানী, সূরা ও কর্ম পরিষদ সদস্য রাজশাহী জেলা,উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জিএম আব্দুল আওয়াল, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা হাসান আলী,নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা ,আব্দুল গোফুর মৃধা,সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা মাস্টার আব্দুল আজিজ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যুব বিভাগ সভাপতি জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা,শাহ জামাল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা, আবু বক্কর সিদ্দিক, সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন মোহনপুর উপজেলা , ক্বারি হাবিবুর রহমান সহ জামায়াতের ইসলামীর কর্মী বৃন্দ।