মান্দা (নওগাঁ)প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নওগাঁ-৪ (মান্দা) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনীত প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মান্দা উপজেলা বিএনপির সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, ভারশোঁ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন প্রমুখ।