নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরাম এর পরিবেশ কর্মীদের বিশেষ অভিযানে ৫টি বক অবমুক্ত ও বক শিকারীর ফাঁদ ধবংস করা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১ টায় পরিবেশ কর্মী জুলহাজ কায়েম, রাকিব ও মোতালেব এর নেতৃত্বে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আগলাড়ুয়া বিলে বিশেষ অভিযান পরিচালনা করে পাখি শিকারীর কাছ থেকে ৫ টি বক উদ্ধার করেন। এসময় বাঁশের কেল্লা নামক বক শিকারীর ১টি ফাঁদ ও জাল জব্দ করেন পরিবেশ কর্মীরা। অভিযানে পরিবেশ কর্মীদের দেখে পালিয়ে যায় পাখি শিকারীর দল।
পরে আগলাড়ুয়া বাজারে উদ্ধার কৃত ৫ টি বক অবমুক্ত ও জব্দ কৃত বাঁশের কেল্লা পুরিয়ে ধবংস করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরাম এর সভাপতি এস এম রাজু আহমেদ বলেন, আমাদের সিংড়ার চলনবিলে শীতকালে দেশি-বিদেশি পাখির আনাগোনা বেশি ঘটে। এ কারনে এ সময় কিছু অসাধু পাখি শিকারীর দল পাখি শিকারে মরিয়া হয়ে পড়ে। মুলত পাখি শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে তা কিন্তু নয়, পাখি প্রকৃতির সৌন্দর্যও বৃদ্ধি করে। তাই পাখি শিকার রোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১ টায় পরিবেশ কর্মী জুলহাজ কায়েম, রাকিব ও মোতালেব এর নেতৃত্বে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আগলাড়ুয়া বিলে বিশেষ অভিযান পরিচালনা করে পাখি শিকারীর কাছ থেকে ৫ টি বক উদ্ধার করেন। এসময় বাঁশের কেল্লা নামক বক শিকারীর ১টি ফাঁদ ও জাল জব্দ করেন পরিবেশ কর্মীরা। অভিযানে পরিবেশ কর্মীদের দেখে পালিয়ে যায় পাখি শিকারীর দল।
পরে আগলাড়ুয়া বাজারে উদ্ধার কৃত ৫ টি বক অবমুক্ত ও জব্দ কৃত বাঁশের কেল্লা পুরিয়ে ধবংস করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরাম এর সভাপতি এস এম রাজু আহমেদ বলেন, আমাদের সিংড়ার চলনবিলে শীতকালে দেশি-বিদেশি পাখির আনাগোনা বেশি ঘটে। এ কারনে এ সময় কিছু অসাধু পাখি শিকারীর দল পাখি শিকারে মরিয়া হয়ে পড়ে। মুলত পাখি শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে তা কিন্তু নয়, পাখি প্রকৃতির সৌন্দর্যও বৃদ্ধি করে। তাই পাখি শিকার রোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।