রাজশাহীর মোহনপুর উপজেলায় জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ৫৮৪ জন শিক্ষার্থী। ২৮শে ডিসেম্বর ২০২৫ রবিবার থেকে শুরু হতে যাচ্ছে জুনিয়র বৃত্তি জেএসসি ও জেডিসি পরিক্ষা।
সারা দেশের ন্যায় দীর্ঘ একযুগ বন্ধ থাকার পর ফের পরিক্ষা শুরুর বছরেই এ উপজেলায় মেধার যাচাইয়ে অংশ নিচ্ছে ৫৮৪ জন শিক্ষার্থী। সংশ্লিষ্টরা জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, রাজশাহীর তত্ত্বাবধানে আয়োজিত এই পরিক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে এরই মধ্যে মোহনপুর উপজেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে।
উপজেলা সদরে ২ টি কেন্দ্র এবারে মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে ৩৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫১০ জন শিক্ষার্থী ও সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসায় ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৪ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। কেন্দ্র সচিব মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন বেগম ও সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদের বলেন, এবারে জেএসসি ও জেডিসি বৃত্তি পরিক্ষা সুষ্ঠু, সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে।