যুক্তরাষ্ট্রে ৫ কোটি টাকা মূল্যের ট্রাকভর্তি জীবিত গলদা চিংড়ি চুরি

আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০৯:৪৪:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০৯:৪৪:৫৮ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের ইলিনয় ও মিনেসোটা অঙ্গরাজ্যের কস্টকোর বিভিন্ন শাখায় পাঠানোর পথে একটি ট্রাক থেকে প্রায় ৫ কোটি টাকা  (৪ লাখ ডলার) মূল্যের জীবিত গলদা চিংড়ি (লবস্টার) চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

রেক্সিং কোম্পানিজের সিইও ডিলান রেক্সিং জানান, ম্যাসাচুসেটসের টনটন শহর থেকে চালানটি তোলা হলেও তা নির্ধারিত গন্তব্যে পৌঁছায়নি।

শিকাগোলাইভে দেওয়া এক সাক্ষাৎকারে রেক্সিং বলেন, এটি সারা দেশজুড়ে একটি বড় সমস্যা। ফক্স৩২ এই মন্তব্যের কথা জানিয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা সরাসরি ব্যবসার ক্ষতি করে এবং শেষ পর্যন্ত ভোক্তাদের জন্য পণ্যের দাম বাড়িয়ে দেয়। এই সম্ভাব্য চুরির ঘটনা চলতি মাসের শুরুতে একই ম্যাসাচুসেটসের ওই স্থাপনা থেকে সামুদ্রিক খাদ্যের একটি চালান চুরির ঘটনার পরপরই ঘটল।

যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ (ডিওটি) বিষয়টি সারা দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও পণ্য পরিবহন সংস্থাগুলোর নজরে এনেছে।

দ্য ইন্ডিপেনডেন্টের বরাতে ডিওটি এক স্মারকে জানায়, কার্গো চুরি যুক্তরাষ্ট্রের পরিবহন ব্যবস্থার জন্য ক্রমবর্ধমান উদ্বেগের বিষয় হয়ে উঠেছে, যা প্রতিবছর অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি করছে। এসব অপরাধের মধ্যে রয়েছে সুযোগসন্ধানী ‘সরাসরি চুরি’ ট্রাক স্টপ বা বহুমুখী বিতরণকেন্দ্র থেকে ট্রেলার, কনটেইনার ও পণ্য লুট এবং সংগঠিত অপরাধচক্রের পরিচালিত অত্যন্ত সমন্বিত অভিযান।

স্মারকে আরও বলা হয়, উভয় ধরনের অপরাধই বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি ঘটায়, সরবরাহ শৃঙ্খল ব্যাহত করে এবং কিছু ক্ষেত্রে মাদক পাচার, নকল পণ্য উৎপাদন ও মানব পাচারের মতো বৃহত্তর অবৈধ কর্মকাণ্ডে অর্থায়ন করে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]