দুর্গাপুরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০২:২৪:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০২:২৪:৫১ পূর্বাহ্ন
 
রাজশাহীর দুর্গাপুরে পুলিশের ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

 
গ্রেপ্তারকৃতরা হলেন— ঝালুকা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নওয়াব আলী (৪৩) এবং জয়নগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আকাশ আলী (২০)।

 
নওয়াব আলী উপজেলার ৫নং ঝালুকা ইউনিয়নের ঝালুকা গ্রামের মৃত জোনাব আলীর ছেলে। অপরদিকে আকাশ আলী ৭নং জয়নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পারিলা গ্রামের রমজান আলীর ছেলে।

 
 
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আমগাছি বাজার এলাকায় অভিযান চালিয়ে নওয়াব আলীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া একই রাতে পৃথক অভিযানে আকাশ আলীকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

 
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত দুজনকে রাজশাহী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, নাশকতা সংক্রান্ত মামলায় নিষিদ্ধ যুবলীগ নেতা নওয়াব আলী ও ছাত্রলীগ নেতা আকাশ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]