বিপিএল শুরুর আগে হাদির জন্য এক মিনিট নীরবতা

আপলোড সময় : ২৬-১২-২০২৫ ০৪:৩৩:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১২-২০২৫ ০৪:৩৩:৩৭ অপরাহ্ন
শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ১২তম আসর। বিপিএলের উদ্বোধনী দিনে শহীদ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় রাজশাহী দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমকে মোনাজাতে অংশ নিতে দেখা যায়।

বিপিএলের শুরুতেই আজ মুখোমুখি হয়েছে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি উপলক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের পর বেলুন উড়িয়ে বিপিএলের পর্দা উন্মোচন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ বিপিএলে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ শেষে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]