নবাবগঞ্জে প্রাইভেট কারে বিপুল পরিমান গাঁজা পাচারকালে কারবারি গ্রেপ্তার

আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৬:২৭:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৬:২৭:১২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেট কারে অভিনব কৌশলে পাচারের সময় ৩২ দশমিক ৭৪০ কেজি অবৈধ মাদক গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মোল্লান মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার মাদক কারবারী আহাম্মদ আলী (২৬), সে হবিগঞ্জ জেলার সদর উপজেলার উসাইল গ্রামের মৃত মধু মিয়ার ছেলে। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেট কারও জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাব-৫ এর সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ) এর একটি আভিযানিক দল বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার ১৪ নম্বর সুন্দরপুর ইউনিয়নের মোল্লান মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন। এ সময় একটি প্রাইভেট কার চেকপোস্টে এলে সন্দেহজনক আচরণের কারণে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩২.৭৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং চালক আহাম্মদ আলীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, গ্রেপ্তার ব্যক্তি ও তার সহযোগীরা হবিগঞ্জ জেলা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। তারা ২৩ ডিসেম্বর হবিগঞ্জ থেকে রওনা হন বলে জানা গেছে। তবে অভিযানের সময় তার সহযোগী পালিয়ে গেছে।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব আরও জানায়, সীমান্তবর্তী জেলা হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে মাদক পাচার রোধে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]