​রাজশাহীতে নতুন বই আসতে শুরু করেছে

আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৪:৪৮:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৪:৪৮:৫২ অপরাহ্ন
​রাজশাহীতে নতুন বই আসতে শুরু করেছে
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই পৌঁছাতে শুরু করেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, প্রাথমিক পর্যায়ের শতভাগ বই ইতোমধ্যে জেলায় এসে পৌঁছেছে এবং রোববার (২১ ডিসেম্বর) থেকে বিদ্যালয়গুলোতে সরবরাহ শুরু হয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ের সব বই এখনো রাজশাহীতে পৌঁছেনি, ফলে কয়েকটি শ্রেণির বই বিতরণ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীতে প্রাক-প্রাথমিক পর্যায়ে বইয়ের চাহিদা ৪১ হাজার ৬৪০ সেট। পাশাপাশি প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট প্রয়োজন ১১ লাখ ১৯ হাজার ২০৪ কপি পাঠ্যবই। এসব বইয়ের সম্পূর্ণ চালান ইতোমধ্যে পাওয়া গেছে এবং নির্ধারিত সময় অনুযায়ী স্কুলে স্কুলে পাঠানো হচ্ছে।

অন্যদিকে জেলা শিক্ষা অফিস জানায়, ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত মাধ্যমিক পর্যায়ে পাঠ্যবইয়ের মোট চাহিদা প্রায় ২২ লাখ ৭ হাজার কপি। এর মধ্যে প্রথম ধাপে ষষ্ঠ শ্রেণির সব বই এবং নবম শ্রেণির কিছু বই এসেছে। তবে সপ্তম ও অষ্টম শ্রেণির বই এখনো উপজেলা পর্যায়ে না পৌঁছানোয় সেগুলোর বিতরণ শুরু হয়নি।

বুধবার (২৪ ডিসেম্বর) বাঘা ও গোদাগাড়ি উপজেলা শিক্ষা অফিসে মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবই বিতরণ করতে দেখা যায়। বই সংগ্রহ করতে আসা শিক্ষকরা জানান, গত শিক্ষাবর্ষে তিন থেকে চার মাস দেরিতে বই পাওয়ায় পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। এবার তারা শিক্ষাবর্ষের শুরুতেই সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানোর প্রত্যাশা করছেন।

রাজশাহী উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, অবশিষ্ট সপ্তম ও অষ্টম শ্রেণির বই আগামী সপ্তাহের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে। বই আসামাত্রই দ্রুত বিদ্যালয়গুলোতে বিতরণ করা হবে।

এ বিষয়ে রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা জায়েদুর রহমান বলেন, “নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীরা যেন সম্পূর্ণ পাঠ্যবই হাতে পায়, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে। তবে বই উৎসব আয়োজনের বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।”

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেন বলেন, “এবার প্রাথমিক পর্যায়ের বই নিয়ে কোনো সংকট নেই। আমাদের চাহিদার শতভাগ বই ইতোমধ্যে পাওয়া গেছে। বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা হাতে নতুন বই পাবে।”

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]