ঢাকায় আজ অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

আপলোড সময় : ২৫-১২-২০২৫ ১২:০৩:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১২-২০২৫ ১২:০৩:৩২ অপরাহ্ন
দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি বহনকারী ফ্লাইট বিজি ২০২ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করার কথা রয়েছে।

বিমানবন্দরে ইতোমধ্যেই তার জন্য বুলেটপ্রুফ গাড়ি পৌঁছে গেছে। সকাল ৭টায় কিছুক্ষণ আগে গাড়িটি বিমানবন্দরে আসে; এই গাড়িতে করেই তিনি বিমানবন্দর থেকে বিভিন্ন কর্মসূচিতে যাবেন বলে দলের সূত্র জানায়।

গতকাল বুধবার রাত সোয়া ১০টায় বাংলাদেশ সময় লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান তারেক রহমান। এ সময় তাকে যুক্তরাজ্য বিএনপির নেতা ও কর্মীরা রোখা-ধরায় বিশাল স্নেহভাজন করে বিদায় জানান। পরবর্তীতে তিনি ‘চেক-ইন’ করে বিমানবন্দরের অভ্যন্তরে প্রবেশ করেন এবং রাত সোয়া ১২টার দিকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইটটি রওনা দেয়। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

দলের প্রায় ৫০জন নেতা ও কর্মী একই ফ্লাইটে বাংলাদেশে আসছেন। উক্ত ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রাবিরতি দিয়ে ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে।

ঢাকায় বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে সিনিয়র নেতা ও দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানাবেন। এরপর তিনি সরাসরি পূর্বাচল রুটের ৩০০ ফিট সড়কে সংবর্ধনা মঞ্চে পৌঁছে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনের কর্মপন্থা ও প্রতিশ্রুতি তুলে ধরবেন।

এদিকে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে তোলার লক্ষ্যে পূর্বাচলের ৩০০ ফিট এলাকার বড় আকারের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ভোর থেকেই তীব্র শীত উপেক্ষা করে ওই এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামতে শুরু করেছে। কুড়িল থেকে মঞ্চ এলাকাজুড়ে জনসভায় পরিণত ৩০০ ফিট এলাকা জনতাই ভরে গেছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে; সবাই এককথায় মূখর লিডার আসছে।

স্লোগান, প্ল্যাকার্ড ও উচ্ছ্বাসে সংবর্ধনা অনুষ্ঠানস্থল যেন বিশাল উৎসবমুখর হয়ে উঠেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]