মুমূর্ষু রোগীর পাশে নাঙ্গলকোটে প্রবাসী কল্যাণ সংস্থা

আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৯:০১:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৯:০১:৫৬ অপরাহ্ন
মানব কল্যাণ ও সমাজ উন্নয়নে প্রতিষ্ঠিত কুমিল্লার নাঙ্গলকোটের ভুলুয়াপাড়া প্রবাসী কল্যাণ সংস্থা। সংস্থাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে  বিভিন্ন মানবিক, সামাজিক, শিক্ষা, ক্রীড়া ও পরিবেশ উন্নয়নে কাজ করে আসছে। সংস্থাটির অফিস কুমিল্লা জেলার নাঙ্গলকোট  উপজেলার  ভূলুয়াপাড়ায়। 

বুধবার প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে  সংস্থার কর্মকর্তা ও সহযোগী সদস্যবৃন্দ নাঙ্গলকোট পৌর বাজার ও ভূলুয়াপাড়া বাংলা বাজারের ব্যবসায়ী অসুস্থ আব্দুর রশিদ (৬২) ও তার মা মোমেনা খাতুনকে  দেখতে যান।

আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে কিডনি ডায়াবেটিস হার্টের সমস্যাসহ  নানা রোগে ভুগছেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। খাওয়া-দাওয়া কথা বার্তা একেবারেই বন্ধ রয়েছে।

পুত্র শোকে তার মাও স্ট্রোক করেছেন। মায়ের অবস্থা কিছুটা উন্নতি হলেও ছেলে রশিদের অবস্থা খুবই নাজুক। 

খবর পেয়ে প্রবাসী কল্যাণ সংস্থার আহ্বায়ক, কবিও শিক্ষক মোহাম্মদ সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ আবদুল করিম, প্রবাসী মোহাম্মদ নুরুল আলম, মোঃ কাউছার আলম, রহমতুল্লাহ, ইতালি প্রবাসী মোহাম্মদ মোজাম্মেল হকের আব্বা  আলহাজ্ব মৌলভী এর নূর মোহাম্মদ, মাওলানা মোঃ ইমাম হোসেন সোহাগ, ডা. রুহুল আমিন, আলহাজ্ব আলী হোসেন, সিরাজুল ইসলাম, মোহাম্মদ মানিক প্রমুখ। 

সংস্থার কর্মকর্তাবৃন্দ তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সংস্থার পক্ষ থেকে তাদের জন্য কিছু উপহার সামগ্রী নেওয়া হয়। পরে তাদের আশু রোগ মুক্তি কামনায়  ও প্রবাসীদের কল্যাণে মিলাদ-কিয়াম ও মহান রাব্বুল আলামিনের দরবারে সমবেতভাবে প্রার্থনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ ইমাম হোসেন সোহাগ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]