বড়দিনের ছোঁয়ায় সাজসাজ রব ফুলবাড়ীর খ্রিষ্ট ধর্মালম্বীদের পাড়ায়

আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৩:৩২:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৩:৩২:২৯ অপরাহ্ন
খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনকে ঘিরে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খ্রিস্টান পল্লীগুলো এখন উৎসবের আনন্দে ভরপুর। গ্রামজুড়ে আলোকসজ্জা, ঘরবাড়ীতে নান্দনিক আলপনা, গির্জায় রঙিন সাজ ও ক্রিসমাস ট্রির ঝলমলে উপস্থিতিতে তৈরি হয়েছে এক আনন্দঘন পরিবেশ।

বড়দিন সামনে রেখে উপজেলার খ্রিস্টান অধ্যুষিত গ্রামগুলোতে চলছে ব্যস্ত সময়। পাড়া-মহল্লায় তৈরি করা হচ্ছে গোশালা, গির্জাগুলো সাজানো হচ্ছে রঙিন কাগজ ও আলোকসজ্জায়। বাসাবাড়িগুলোও বাদ যাচ্ছে না মাটির ঘর থেকে শুরু করে গির্জার দেয়ালজুড়ে ফুটে উঠছে ধর্মীয় ও নান্দনিক আলপনার ছোঁয়া।

ফুলবাড়ী পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে ৭২টি পাড়ায়। এসব পাড়ায় হিন্দু (সনাতন) ও খ্রিষ্টান ধর্মালম্বীরা বসবাস করেন। ক্যাথলিক, লুথ্যারান ও ব্যাপটিস্ট এই তিন মতাদর্শের অনুসারী প্রায় সাড়ে ৬ হাজার খ্রিষ্টান ধর্মালম্বীর জন্য রয়েছে ছোট-বড় মিলিয়ে ৬৩টি গির্জা। বড়দিন উদযাপন উপলক্ষে এসব গির্জার জন্য সরকারিভাবে ৫০০ কেজি করে মোট ৩১ দশমিক ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সরেজমিনে ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর সূর্য্যপাড়া নৃ-গাষ্ঠীপাড়ায় গিয়ে দেখা যায় উৎসবের প্রস্তুতিতে ব্যস্ততা। ক্যাথলিক মতবাদের গৃহবধূ ভেলি বাস্কে (৩২) নিজের মাটির ঘরের দেয়াল লেপার কাজে ব্যস্ত।

তিনি জানান, যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে ঘরবাড়ী পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি দেয়ালে দেয়ালে আলপনা এঁকে ঘরকে দৃষ্টিনন্দন করে তোলা হচ্ছে।

একই গ্রামের গৃহবধূ সজিনা সরেন বলেন, বড়দিন শুধু উৎসব নয়, অতীতের অন্ধকার পেছনে ফেলে আগামীর আলোর পথে এগিয়ে যাওয়ার প্রতীক। সেই ভাবনা থেকেই ঘরবাড়ী সাজানো হচ্ছে নানা কারুকার্যে, আর এই কাজগুলো পরিবারের নারীরাই নিজের হাতে করছেন।

শিক্ষার্থী আন্তনিকা হেম্ব্রম জানান, বড়দিনকে কেন্দ্র করে বাড়ির নারীরা যেমন ব্যস্ত, তেমনি শিশু-কিশোর ও তরুণ-তরুণীরাও পিছিয়ে নেই। সবাই মিলেই বাড়ির কাজকর্মে সহযোগিতা করছে। একই গ্রামের মাটির ঘরে আলপনা আঁকার কাজে ব্যস্ত ব্যাপটিস্ট মতবাদের গৃহবধূ লিমা মুর্মু (১৭)। উৎসবের প্রস্তুতিতে তিনিও সময় কাটাচ্ছেন রঙ ও নকশায়।

চিত্র দেখা গেছে উপজেলার কাজিহাল ইউনিয়নের পারইল কুদবীর ক্যাথলিক মিশনপাড়া গ্রামেও। সেখানে গৃহবধূরা শেষ মুহূর্তে ঘরবাড়ী নতুন রঙে রাঙিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন।

গ্রামের ক্যাথলিক মতবাদের গৃহবধূ রেজিনা টুডু ও শিক্ষার্থী স্মৃতি বেসরা বলেন, বছর ঘুরে বড়দিন আসে ঈশ্বর যিশুর কৃপা লাভের আশায়। এক সপ্তাহ ধরে ঘরবাড়ী পরিষ্কার ও আলপনার মাধ্যমে সেই কৃতজ্ঞতা ও প্রত্যাশাই ফুটিয়ে তোলা হচ্ছে। শুধু নারী সদস্যরাই নন, পুরো গ্রামই উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত। এদিকে পুরুষরা ব্যস্ত রয়েছেন বড়দিনের খরচাপাতি ও অন্যান্য আয়োজন নিয়ে।

পারইল কুদবীর ক্যাথলিক চার্চ মিশনের সিস্টার ফ্লোরা পিউরিফিকেশন বলেন, ২৫ ডিসেম্বর ঈশ্বর যিশুখ্রিষ্টের জন্মদিন। দিনটিকে খ্রিষ্টধর্মাবলম্বীরা শুভ বড়দিন হিসেবে পালন করেন। বড়দিন শুধু বাহ্যিক উৎসব নয়, এটি আত্মিক পরিশুদ্ধির সময়। বড়দিন উপলক্ষে আজ ২৪ ডিসেম্বর (বুধবার) রাত ৮টায় চার্চে প্রার্থনার মাধ্যমে আনুষ্ঠানিক আয়োজন শুরু হবে। পরদিন ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় প্রার্থনা শেষে ধর্মসভা অনুষ্ঠিত হবে। এসব আয়োজন পরিচালনা করবেন মিশনের ফাদার জসিম ফিলিপ মুর্মু।

উপজেলা দলিত ও আদিবাসী প্লাটফর্মের সাধারণ সম্পাদক ও ক্যাথলিক মতাদর্শের অনুসারী কমল কিস্কু বলেন, প্রতিবছরের মতো এবারও ফুলবাড়ীর খ্রিষ্টান পল্লীগুলোতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বড়দিন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬৩টি গির্জার প্রতিটিতে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]