হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার বদলপুর ইউনিয়নের বদলপুর গ্রামে স্থানীয় এক ব্যক্তির পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। প্রথমে পুকুরে মরদেহটি দেখতে পায় দুই শিশু। পরে খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশকে জানায়।
নিহত যুবকের নাম কামদেব দাস (১৯)। তিনি বদলপুর গ্রামের অশিনী দাসের ছেলে এবং পেশায় মূর্তি নির্মাণের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের সুইটি দাসের সঙ্গে কামদেব দাসের প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন আগে সাক্ষাৎ করতে গিয়ে তিনি নিখোঁজ হন। নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, গত ২১ ডিসেম্বর সুইটির বাবা শংকর দাস কামদেব দাসকে আটক করেন এবং এ সময় তার পরিবারের বাড়িতেও হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকবর হোসেন জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার বদলপুর ইউনিয়নের বদলপুর গ্রামে স্থানীয় এক ব্যক্তির পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। প্রথমে পুকুরে মরদেহটি দেখতে পায় দুই শিশু। পরে খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশকে জানায়।
নিহত যুবকের নাম কামদেব দাস (১৯)। তিনি বদলপুর গ্রামের অশিনী দাসের ছেলে এবং পেশায় মূর্তি নির্মাণের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের সুইটি দাসের সঙ্গে কামদেব দাসের প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন আগে সাক্ষাৎ করতে গিয়ে তিনি নিখোঁজ হন। নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, গত ২১ ডিসেম্বর সুইটির বাবা শংকর দাস কামদেব দাসকে আটক করেন এবং এ সময় তার পরিবারের বাড়িতেও হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকবর হোসেন জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।