রাজশাহী নগরীতে সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) অভিযানে ভারতীয় গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় গাঁজা, একটি অটোরিক্সা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ তালাইমারী বিওপি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে , মতিহার থানাধীন পারহাউজ পাড়া এলাকায় মাদক পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ তালাইমারী বিওপি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে , মতিহার থানাধীন পারহাউজ পাড়া এলাকায় মাদক পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহভাজন এক রিকশাচালক বিজিবির উপস্থিতি টের পেয়ে রিকশা ফেলে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন মো. সিরাজুল ইসলাম (৩৩), সে রাজশাহীর চারঘাট উপজেলার মীরকামারী গ্রামের বাসিন্দা এবং শাহাদাৎ হোসেনের ছেলে।
পরবর্তীতে বিজিবি সদস্যরা আটককৃত ব্যক্তির রিকশা তল্লাশি করে রিকশার সিটের নিচে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় ২৫০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করেন। এ ছাড়া তার কাছ থেকে একটি অটোরিক্সা ও দুটি মোবাইল ফোন (GDL ও Samsung Galaxy) জব্দ করা হয়।
বিজিবি জানায়, আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য, যানবাহন এবং মোবাইল ফোন মতিহার থানায় হস্তান্তরের করা হয়েছে। জব্দকৃত মালামাল ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য এক লাখ ৩২ হাজার ৩৭৫ টাকা।