নোয়াখালী জেলার সুধারাম থানায় দায়ের করা একটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আব্দুল্লাহ সৈকত ওরফে সওকত ওরফে লকাইয়া (৪২)। তিনি ফেনী জেলার সোনাগাজী থানার দক্ষিণ চরমজলিশপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আবু তাহেরের ছেলে।
র্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নোয়াখালীর সুধারাম থানার মামলা নম্বর-৬০ (তারিখ: ৩০ ডিসেম্বর ২০১৯) অনুযায়ী পেনাল কোড ১৮৬০-এর ৩৯৫/৩৯৭/৪১২ ধারায় দায়ের করা ডাকাতি মামলার এই পলাতক আসামি চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় অবস্থান করছেন।
এমন তথ্যের ভিত্তিতে গত ২২ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৭টায় র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী জেলার সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আব্দুল্লাহ সৈকত ওরফে সওকত ওরফে লকাইয়া (৪২)। তিনি ফেনী জেলার সোনাগাজী থানার দক্ষিণ চরমজলিশপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আবু তাহেরের ছেলে।
র্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নোয়াখালীর সুধারাম থানার মামলা নম্বর-৬০ (তারিখ: ৩০ ডিসেম্বর ২০১৯) অনুযায়ী পেনাল কোড ১৮৬০-এর ৩৯৫/৩৯৭/৪১২ ধারায় দায়ের করা ডাকাতি মামলার এই পলাতক আসামি চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় অবস্থান করছেন।
এমন তথ্যের ভিত্তিতে গত ২২ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৭টায় র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী জেলার সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।