আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হারের রেকর্ডে শীর্ষে এখন বাংলাদেশ

আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০৩:১১:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০৩:১১:১৯ অপরাহ্ন
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পরাজয়ের লজ্জার রেকর্ড গড়লো বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে হোয়াইটওয়াশ হওয়াতে এই তালিকায় শীর্ষে এখন টাইগাররা। এখন পর্যন্ত ১৮৮ টি-টোয়েন্টির মাঝে ১১২টিতে হেরেছে লাল-সবুজ দলটা। জয় পেয়েছে ৭২ ম্যাচে।

সর্বোচ্চ হারের এই তালিকায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এখন ২১৮ ম্যাচ খেলে ১১০ হার নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। শ্রীলঙ্কা ২০৩ ম্যাচ খেলে ১০৯ পরাজয় নিয়ে আছে তৃতীয় অবস্থানে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হারের সেঞ্চুরি পেরোনো অন্য দলগুলো হলো পাকিস্তান (১০৫) এবং জিম্বাবুয়ে (১০৩)।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে ১০০টি পরাজয়ের লজ্জার রেকর্ডটিও বাংলাদেশের। গত বছর ২৩ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারা ম্যাচটি ছিল টাইগারদের শততম পরাজয়। 

এই অনাকাঙ্ক্ষিত এবং বিব্রতকর রেকর্ডটি বাংলাদেশ কতদিন ধরে রাখে, তা বলা কঠিন। ওয়েস্ট ইন্ডিজ যদি এই মাসে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হারে, তবে হয়তো রেকর্ডটি তাদের কাছে ফিরতে পারে। শ্রীলঙ্কা জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষেই ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে, সেখানেও লঙ্কানদের রেকর্ড কমানোর সুযোগ কম।

উল্লেখ্য, বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ৫ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে। সেই থেকে শুরু, হারের বৃত্তে এখনও ঘুরপাক খাচ্ছে টাইগাররা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]