রাজামৌলীর ছবির জন্য প্রিয়ঙ্কা নিচ্ছেন ৩০ কোটি!

আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০২:০৮:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০২:০৮:৪৪ অপরাহ্ন
এসএস রাজামৌলীর ছবি নিয়ে দর্শকের কৌতূহলের শেষ থাকে না। তাঁর ছবিতে বরাবরই বড় চমক থাকে। রাজকীয় পোশাক, পৌরাণিক আবহ— সব মিলিয়ে এক নতুন জগৎ তৈরি করেন পরিচালক। তাই ছবির বাজেট ও তারকাদের পারিশ্রমিকও হয় আকাশছোঁয়া। বর্তমানে পরিচালক ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘বারাণসী’ নিয়ে। এই ছবিতে প্রিয়ঙ্কা চোপড়া ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা যাচ্ছে। বাকি তারকারা রাজামৌলীর ছবিতে অভিনয় করে কত টাকা পারিশ্রমিক নেন?

শোনা যাচ্ছে, ‘বারাণসী’ ছবিটি তৈরিই হচ্ছে প্রায় ১৩০০ কোটি টাকার বাজেটে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন মহেশবাবু। তিনি নাকি এই ছবির জন্য একটি টাকাও পারিশ্রমিক নিচ্ছেন না। তবে ছবির লভ্যাংশের ৪০ শতাংশ তাঁর। এই চুক্তিই হয়েছে তাঁর সঙ্গে। ছবিতে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারনও। তিনি ১০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।

এস এস রাজামৌলীর আরও একটি গুরুত্বপূর্ণ ছবি হল ‘আরআরআর’। এই ছবির জন্য জুনিয়র এনটিআর ও রাম চরণ, দু’জনেই ৪৫ কোটি টাকা করে পারিশ্রমিক নিয়েছিলেন। ছবিতে অজয় দেবগনও বড় অঙ্কের পারিশ্রমিক পেয়েছিলেন। মাত্র আট মিনিটের জন্য বিশেষ উপস্থিতি ছিল তাঁর। কিন্তু, অভিনেতা পেয়েছিলেন মোট ৩৫ কোটি টাকা। অর্থাৎ হিসাব করলে দাঁড়ায়, প্রতি মিনিটের জন্য তিনি ৪.৩৫ কোটি টাকা পেয়েছিলেন। ছবিতে আলিয়া ভট্টও অভিনয় করেছিলেন। তিনি পেয়েছিলেন ৯ কোটি টাকা।

এস এস রাজামৌলীর বিখ্যাত ছবি ‘বাহুবলী’। ছবির দু’টি ভাগের জন্য প্রভাস পেয়েছিলেন মোট ২৫ কোটি টাকা। রানা দগ্গুবাটি অভিনয় করেছিলেন খলনায়কের চরিত্রে। তিনি পেয়েছিলেন ১৫ কোটি টাকা। ছবির দুই অভিনেত্রী অনুষ্কা শেট্টী ও তমন্না ভাটিয়া ৫ থেকে ১০ কোটি টাকার মধ্যে পারিশ্রমিক পেয়েছিলেন।

কিন্তু পরিচালক নিজে কত পারিশ্রমিক নেন? ‘বারাণসী’ ছবির লভ্যাংশ থেকে তিনি ৩০-৪০ শতাংশ ভাগ নেবেন বলে জানা গিয়েছে। তবে প্রায় প্রতিটি ছবি থেকে প্রায় ২০০ কোটি টাকা করে উপার্জন করেন তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]