বিয়ে করেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় দুই তারকা শিন মিন-আহ ও কিম উ-বিন

আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০২:০১:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০২:০১:২৯ অপরাহ্ন
বিয়ে করেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় দুই তারকা শিন মিন-আহ ও কিম উ-বিন। দীর্ঘ দশ বছর প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এ জুটি।

গত ২০ ডিসেম্বর (শনিবার) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের শিলা হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ মানুষদের উপস্থিতিতেই ব্যক্তিগত পরিসরে বিয়ে সারেন এ দুই তারকা। সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে তাদের এজেন্সি এএম এন্টারটেইনমেন্ট।
 
শিন মিন-আহ ও কিম উ-বিনের প্রেমের শুরু ২০১৪ সালে। একটি ফ্যাশন ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিংয়ে প্রথম দেখাতেই একে অন্যের প্রেমে পড়েন তারা। প্রেমের এক বছর পরই ২০১৫ সালে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন এই জুটি।
 
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, বিয়ের দিন বিশ্বখ্যাত ডিজাইনার এলি সাবের ‘স্প্রিং ২০২৬ ব্রাইডাল কালেকশন’র একটি গাউন বেছে নেন শিন মিন-আহ। শোনা যায়, এই গাউনের দাম প্রায় ২৮ হাজার ৬০০ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখের কাছাকাছি। পোশাকের সাথে মিলিয়ে হালকা হীরের গহনায় সাজেন অভিনেত্রী।
 
অন্যদিকে বিয়ের দিন কিম উ-বিন পরেছিলেন রালফ লরেন পার্পল লেবেলের তৈরি সাদা-কালো স্যুট ও বো টাই। বরকে সঙ্গ দিতে বিয়েতে উপস্থিত থাকতে দেখা গেছে বিখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস এর সদস্য কিম ত্যেহিয়ংকে।
 
২০১৭ সালে ক্যানসারে আক্রান্ত হন কিম উ-বিন। চিকিৎসার পুরো সময় অভিনেতার পাশে ছিলেন প্রেমিকা শিন মিন-আহ। ক্যানসার জয়ের পর এবার এ জুটি সম্পর্ককে পরিণয়ে রূপ দিলেন।
 
প্রসঙ্গত, অভিনেতা কিমের জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে ‘আ জেন্টেলম্যান’স ডিগনিটি’, ‘দ্য হেইরস’, ‘আনকন্ট্রোলাবলি ফন্ড, নেটফ্লিক্স সিরিজ ‘ব্ল্যাক নাইট’সহ বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্র ও সিরিজ। অন্যদিকে অভিনেত্রী শিনের জনপ্রিয় কাজগুলো হলো ‘ভলকানো হাই’, ‘মাই গার্লফ্রেন্ড ইজ আ গুমিহো’, ‘আওয়ার ব্লুজ’, ‘ওহ মাই ভেনাস’ ইত্যাদি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]