রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ৪ জনসহ ১৮ জনকে আটক করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: মো: ইব্রাহীম (৩০), জুবায়ের হোসেন (৩৩), রামজান (৩৫) এবং ইরফান খান মিরাজ (২৫)। আওয়ামীলীগ কর্মী , মো: ইব্রাহীম (৩০) রাজশাহী জেলার চারঘাট থানার মিয়াপুর এলাকার আলী আহমেদের ছেলে, পুঠিয়া উপজেলা শাখার কৃষকলীগের সহ-প্রচার সম্পাদক জুবায়ের হোসেন (৩৩) রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার জোতভাগিরোতপুর এলাকার মো: মাজেদুর রহমানের ছেলে, আওয়ামীলীগ সমর্থক রামজান (৩৫) রাজশাহীর মহানগরীর চন্দ্রিমা থানার হাজরা পুকুর নিউ কলোনী এলাকার মৃত আনোয়ারের ছেলে এবং রাজশাহী মহানগর ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইরফান রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকার মো: ইউসুফ আলী খানের ছেলে।
রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৪ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৩ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১০ জন রয়েছেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোববার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: মো: ইব্রাহীম (৩০), জুবায়ের হোসেন (৩৩), রামজান (৩৫) এবং ইরফান খান মিরাজ (২৫)। আওয়ামীলীগ কর্মী , মো: ইব্রাহীম (৩০) রাজশাহী জেলার চারঘাট থানার মিয়াপুর এলাকার আলী আহমেদের ছেলে, পুঠিয়া উপজেলা শাখার কৃষকলীগের সহ-প্রচার সম্পাদক জুবায়ের হোসেন (৩৩) রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার জোতভাগিরোতপুর এলাকার মো: মাজেদুর রহমানের ছেলে, আওয়ামীলীগ সমর্থক রামজান (৩৫) রাজশাহীর মহানগরীর চন্দ্রিমা থানার হাজরা পুকুর নিউ কলোনী এলাকার মৃত আনোয়ারের ছেলে এবং রাজশাহী মহানগর ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইরফান রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকার মো: ইউসুফ আলী খানের ছেলে।
রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৪ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৩ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১০ জন রয়েছেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোববার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।