ওসমান হাদি ছাড়াও নজরুল সমাধিসৌধে শায়িত যারা

আপলোড সময় : ২১-১২-২০২৫ ০২:১৪:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১২-২০২৫ ০২:১৪:৫২ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে চিরনিদ্রায় শায়িত হয়েছেন আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা শহীদ শরিফ ওসমান হাদি। গতকাল (২০ ডিসেম্বর) তার দাফন সম্পন্নের পর জাতীয় কবির এই সমাধিসৌধ এবং এখানে শায়িত অন্য বিশিষ্ট ব্যক্তিদের পরিচয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

কবি নজরুলের ইচ্ছানুযায়ী ১৯৭৬ সালে মৃত্যুর পর তাকে এখানে সমাহিত করা হয়। এরপর এই স্থান শুধু কবির সমাধি নয়, দেশের কয়েকজন শ্রেষ্ঠ সন্তান ও গুণী ব্যক্তিত্বের শেষ ঠিকানায় পরিণত হয়েছে।
 
জাতীয় কবি কাজী নজরুলের সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত আছেন বাংলাদেশের আধুনিক চিত্রকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিন। এ ছাড়া এখানে সমাহিত হয়েছেন প্রখ্যাত শিল্পী ও জাতীয় পতাকার অন্যতম নকশাকার কামরুল হাসান। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অনন্য অবদানের জন্য পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল মাতিন চৌধুরী এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক উপাচার্য প্রফেসর মুজাফফর আহমদ চৌধুরীকেও এখানেই সমাহিত করা হয়েছে।

সর্বশেষ গতকাল শহীদ শরিফ ওসমান হাদিকে এই মর্যাদাপূর্ণ স্থানে সমাহিত করা হলো।

পরিবারের অনুরোধ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ সিদ্ধান্তে তাকে এই প্রাঙ্গণে দাফন করা হয়। এর মাধ্যমে নজরুল সমাধিসৌধের প্রতীকী গুরুত্ব পেল নতুন মাত্রা।
রোজ অসংখ্য মানুষ জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানাতে এখানে আসেন। এখানে এলে তারা জাতীয় কবির পাশাপাশি তারা দেশবরেণ্য অন্য গুণীজনদেরও স্মরণের সুযোগ পান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]