রুপোলি পর্দার বাইরে বলিউড তারকাদের সফল উদ্যোক্তা হয়ে ওঠার গল্প

আপলোড সময় : ২০-১২-২০২৫ ১২:৩১:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১২-২০২৫ ১২:৩১:৩৯ পূর্বাহ্ন
বলিউডে তারকাখ্যাতি মানেই শুধু ক্যামেরার ঝলক আর রেড কার্পেট নয়। অনেক অভিনেতা-অভিনেত্রীর কাছেই বক্স অফিস সাফল্যের পরও খ্যাতির দরজা পুরোপুরি খোলা থাকে না। তবে রুপোলি পর্দার বাইরেও বলিউডের একাধিক তারকা নিজেদের পরিচয় গড়ে তুলেছেন সফল উদ্যোক্তা হিসেবে। ফ্যাশন, প্রযুক্তি, বিউটি, প্রোডাকশন থেকে শুরু করে আইপিএল ফ্র্যাঞ্চাইজি-বিভিন্ন খাতে বিনিয়োগ করে তারা তৈরি করেছেন শক্ত ব্যবসায়িক অবস্থান। এমনই ৮ বলিউড সেলিব্রিটির উদ্যোক্তা হয়ে ওঠার গল্প তুলে ধরা হলো।

শাহরুখ খান: বিনোদন থেকে ক্রীড়া-বহুমুখী সাম্রাজ্য

২০০২ সালে স্ত্রী গৌরী খানের সঙ্গে শাহরুখ খান প্রতিষ্ঠা করেন প্রোডাকশন হাউস রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ওম শান্তি ওম, চেন্নাই এক্সপ্রেস, জওয়ান-এর মতো সফল ছবির পাশাপাশি সংস্থাটি ফিল্ম ডিস্ট্রিবিউশন ও ভিএফএক্স খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রা.ওয়ান ও কৃশ ৩-এর ভিএফএক্সের কাজও করেছে রেড চিলিজ।

এছাড়া ২০০৮ সাল থেকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স-এর মালিকানায় রয়েছেন শাহরুখ খান। দলটি ২০১২, ২০১৪ ও ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয়। চলতি বছর কিড জানিয়া, মীরকাট ও নুমি-সহ একাধিক স্টার্টআপেও বিনিয়োগ করেছেন তিনি।

দীপিকা পাড়ুকোন: স্টার্টআপ থেকে স্কিনকেয়ার

২০১২ সালে দীপিকা পাড়ুকোন শুরু করেন কেএ এন্টারপ্রাইজেস, যার মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাপনের সঙ্গে যুক্ত বিভিন্ন স্টার্টআপে বিনিয়োগ করা হয়। ফুরলেঙ্কো, ব্লু স্মার্ট ও মোকোবারা এর মধ্যে উল্লেখযোগ্য।

২০২২ সালে তিনি লঞ্চ করেন নিজের স্কিনকেয়ার ব্র্যান্ড ৮২°ই (82°E)। এর আগে ২০১৫ সালে মিন্ত্রার সঙ্গে যৌথভাবে শুরু করেন পোশাক ব্র্যান্ড অল অ্যাবাউট ইউ, যা পরে মিন্ত্রা অধিগ্রহণ করে। চলতি বছর নুয়া, এপিগ্যামিয়া ও সুপার টেইলস-সহ আরও কয়েকটি সংস্থায় বিনিয়োগ করেছেন দীপিকা।

কৃতি স্যানন: বিউটি ও প্রোডাকশনের নতুন ঠিকানা

২০২৩ সালে কৃতি স্যানন বাজারে আনেন ভেগান ও ক্রুয়েলটি-ফ্রি স্কিনকেয়ার ব্র্যান্ড হাইফেন। একই বছর তিনি প্রতিষ্ঠা করেন নিজের প্রোডাকশন হাউজ ব্লু বাটারফ্লাই ফিল্মজ, যার প্রথম প্রজেক্ট ছিল নেটফ্লিক্স ছবি ‘দো পত্তি’। এছাড়া তাঁর পোশাক ব্র্যান্ড মিস.টেকেন এবং ফিটনেস কোম্পানি দ্য ট্রাইব-এর সঙ্গেও তিনি যুক্ত।

রিয়া চক্রবর্তী: নতুন অধ্যায়ের পথে

রিয়া চক্রবর্তী ভাইয়ের সঙ্গে মিলে শুরু করেন ফ্যাশন ব্র্যান্ড চ্যাপ্টার ২। আত্মবিশ্বাস, নতুন শুরু ও নিজের শক্তিকে নতুন করে খুঁজে পাওয়াই এই ব্র্যান্ডের মূল ভাবনা। চলতি বছর একই নামে একটি পডকাস্টও শুরু করেছেন তিনি, যেখানে সাহস, আত্মউন্নয়ন ও জীবনের নতুন অধ্যায়ের গল্প উঠে আসে। প্রথম অতিথি ছিলেন সুস্মিতা সেন।

শ্রদ্ধা কাপুর: বিউটি থেকে টেকসই গয়না

২০২১ সালে শ্রদ্ধা কাপুর বিনিয়োগ করেন বিউটি ও পার্সোনাল কেয়ার ব্র্যান্ড মাই গ্ল্যাম-এ এবং এর ব্র্যান্ড অ্যাম্বাসাডরও তিনি।
২০২৪ সালে তিনি সহ-প্রতিষ্ঠা করেন জুয়েলারি ব্র্যান্ড প্যালমোনাস, যার লক্ষ্য সাশ্রয়ী মূল্যে টেকসই ও স্টাইলিশ গয়না সরবরাহ। চলতি বছর বেলা কাসা ও শূন্য-সহ আরও কিছু ব্র্যান্ডে বিনিয়োগ করেছেন শ্রদ্ধা।

সালমান খান: ব্যবসার সঙ্গে সমাজসেবাও

২০০৭ সালে সালমান খান শুরু করেন বিয়িং হিউম্যান, যা পোশাক ব্র্যান্ডের পাশাপাশি একটি সামাজিক উদ্যোগ হিসেবেও পরিচিত।
এছাড়া তাঁর মালিকানায় রয়েছে জিম চেইন এসকে-২৭, পুরুষদের গ্রুমিং ব্র্যান্ড ফ্রেশ এবং ভ্রমণ সংস্থা যাত্রা-তে বিনিয়োগ। চলতি বছর শর্ট ভিডিও প্ল্যাটফর্ম চিঙ্গারি-তেও বিনিয়োগ করেছেন তিনি।

আলিয়া ভাট: টেকসই ভাবনায় বিনিয়োগ

২০২০ সালে আলিয়া ভাট লঞ্চ করেন সাসটেইনেবল কিডস ও ম্যাটারনিটি পোশাক ব্র্যান্ড এড-এ-মাম্মা। ২০২৩ সালে এই ব্র্যান্ডে বড় অংশীদারিত্ব নেয় রিলায়েন্স।
২০২১ সালে তিনি শুরু করেন নিজের প্রোডাকশন হাউজ এটার্নাল সানশাইন প্রোডাকশনস, যার প্রথম কাজ ছিল ‘ডার্লিংস’। চলতি বছর নায়িকা ও ফুল-সহ একাধিক সংস্থায় বিনিয়োগ করেছেন আলিয়া।

ক্যাটরিনা কইফ: বিউটি ব্র্যান্ডে সাফল্য

২০১৯ সালে ক্যাটরিনা কইফ নায়িকা-র সঙ্গে যৌথভাবে লঞ্চ করেন বিউটি ব্র্যান্ড কে বিউটি। স্কিন-ফ্রেন্ডলি ও ক্রুয়েলটি-ফ্রি উপাদানে তৈরি এই ব্র্যান্ড ‘মেকআপ দ্যাট কেয়ারস’ দর্শনে পরিচিত। চলতি বছর থেকে নায়িকা সংস্থায় তাঁর শেয়ার থাকার কথাও শোনা যাচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]