পোশাক নিয়ে রীতিমতো অস্বস্তিতে নিধি

আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৩:৩৫:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৩:৩৫:৪৪ অপরাহ্ন
তেলুগু ছবির জনপ্রিয় এই নায়িকার বলিউডে কাজ শুরু টাইগার শ্রফের বিপরীতে ‘মুন্না মাইকেল’ ছবি দিয়ে। তিনি নিধি আগরওয়াল। এর পরে নাগ চৈতন্যের সঙ্গে ছবি করেও প্রশংসিত হন। এ বার প্রভাসের বিপরীতে নিধিকে দেখা যাবে ‘রাজা সাব’ ছবিতে। বুধবার সেই ছবির গানমুক্তি অনুষ্ঠানে গিয়ে হেনস্থার শিকার নিধি। কী ভাবে রক্ষা পেলেন অভিনেত্রী?

গায়ের ওড়নায় টান মারছে কেউ, আবার ছবি তুলতে চেয়ে কেউ নায়িকার এতটাই কাছে চলে আসছে যে দৃশ্যত অস্বস্তিতে নিধি। সকলেই প্রায় ঝাঁপিয়ে পড়ে নিজস্বী তুলতে চাইছেন। থিকথিকে ভিড়ের মাঝে একপ্রকার দিশাহারা অভিনেত্রী। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে অনুষ্ঠানস্থলের মূল দরজা থেকে গাড়ি পর্যন্ত দূরত্ব পৌঁছোতে প্রায় চিঁড়েচ্যাপ্টা অবস্থা নিধির। গাড়িতে উঠে নিজের পোশাক ঠিক করছেন অভিনেত্রী, চোখেমুখে আতঙ্কের ছাপ। সবটাই স্পষ্ট ভিডিয়োয়।

কেন হল এমন পরিস্থিতি? যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তা দেখে নেটাগরিকের একাংশের দাবি, অনুষ্ঠানস্থল থেকে গাড়ি পর্যন্ত নায়িকাকে রক্ষা করে নিয়ে যাওয়ার দায়িত্বে যে স্বেচ্ছাসেবকেরা ছিলেন, তাঁরাও ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। ঘটনা হায়দরাবাদের। সেখানকার দর্শকের তীব্র নিন্দায় নেটাগরিকেরা। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে তাদের ‘শকুন’ বলেও কটাক্ষ করেছে। এক জন মহিলাকে ঘিরে ‘অস্বস্তি’তে ফেলার অভিযোগে সমালোচিত দর্শক।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]