রাজশাহীর বাঘা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কার্বন ফিল্ম রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় এক চোরাকারবারী পালিয়ে গেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ১ বিজিবি এর পাঠানো এক প্রেস বিঙ্গিপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ আলাইপুর বিওপি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানাধীন গোকুলপুর পদ্মা নদীর চরে ওঁত পেতে অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তি একটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে আসলে বিজিবি তাকে ধাওয়া করে। ধাওয়ার মুখে সে ব্যাগটি ফেলে রেখে রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পরবর্তীতে পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৭ হাজার ৭৫০ পিস ভারতীয় কার্বন ফিল্ম রেজিস্টেন্স জব্দ করা হয়। জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া চোরাকারবারীকে শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ১ বিজিবি এর পাঠানো এক প্রেস বিঙ্গিপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ আলাইপুর বিওপি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানাধীন গোকুলপুর পদ্মা নদীর চরে ওঁত পেতে অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তি একটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে আসলে বিজিবি তাকে ধাওয়া করে। ধাওয়ার মুখে সে ব্যাগটি ফেলে রেখে রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পরবর্তীতে পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৭ হাজার ৭৫০ পিস ভারতীয় কার্বন ফিল্ম রেজিস্টেন্স জব্দ করা হয়। জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া চোরাকারবারীকে শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।