বিএমডিএর সঙ্গে ওয়ারপোর মতবিনিময় সভা

আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০১:১৫:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০১:১৫:৪৬ অপরাহ্ন
 

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ও পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৫ ডিসেম্বর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের হলরুমে বিএমডিএ, পানি সম্পদ মন্ত্রণালয় ও ওয়ারপোর যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. তরিকুল আলম, অতিরিক্ত সচিব।

 

সভায় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিজ আহমেদ, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)-এর মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. প্রকৌশলী মো. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মো. ইকবাল হোসেন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)-এর হিসাবরক্ষক মো. মিজানুর রহমান, ওয়ারপোর কর্মকর্তা মো. জাহিদ হাসান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল লতিফসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, পানি সম্পদ মন্ত্রণালয় ও ওয়ারপোর মোট ৩০ জন প্রতিনিধি।

সভায় গত ৬ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে প্রকাশিত ২০২৫ সনের ৪৫ নম্বর ভলিউমের ৬ষ্ঠ খণ্ড বাংলাদেশ গেজেটে ঘোষিত ‘পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা আদেশ’-এর বিভিন্ন ধারা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে আদেশের ধারা ৩.০ (২)-এ খাবার পানি ব্যতীত অন্য কোনো কারণে নতুন করে নলকূপ স্থাপন ও ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ রাখা এবং খাবার পানি সরবরাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে বিদ্যমান নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ রাখার বিষয়টি, পাশাপাশি ধারা ৪.০-এর ৫ ও ৬ নম্বর উপধারার সংশোধনের প্রয়োজনীয়তা ও এর সম্ভাব্য প্রভাব নিয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ওয়ারপোর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা মতবিনিময় করেন।

 

আলোচনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা চলমান সেচ মৌসুমে বিএমডিএ’র ভূমিকা, বরেন্দ্র অঞ্চলের কৃষি, সেচ ও সামগ্রিক উন্নয়নে সংস্থাটির গৃহীত উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে ভূগর্ভস্থ পানি উত্তোলনজনিত সমস্যা, কৃষি উৎপাদনের ওপর এর প্রভাব এবং বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের সম্ভাব্য উপায় নিয়ে উভয় সংস্থার কর্মকর্তারা বিস্তারিত আলোচনা করেন।

সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা মত দেন, পারস্পরিক সমন্বয় ও বাস্তবভিত্তিক সিদ্ধান্তের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের পানি ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদনের টেকসই সমাধান সম্ভব। মতবিনিময় সভাটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]