শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০৮:২৪:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০৮:২৪:০৬ অপরাহ্ন
রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত ও অরক্ষিত সেচ পাম্পের বোরিং গর্তে পড়ে দুই বছর বয়সী শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে নিহত শিশুর পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানসহ অরক্ষিত নলকূপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া এ লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় শত শত পরিত্যক্ত ও অরক্ষিত বোরিং গর্ত জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও প্রশাসনিক উদাসীনতার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে নোটিশে অভিযোগ করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে মৃত তমির উদ্দিনের ছেলে কছির উদ্দিনের অবৈধ সেচ পাম্পের পরিত্যক্ত বোরিং গর্তে পড়ে শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু হয়।

লিগ্যাল নোটিশে সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একাধিক নির্দেশনা বাস্তবায়নের দাবি জানানো হয়।

নোটিশে যেসব দাবি তুলে ধরা হয়েছে, তার মধ্যে রয়েছে, সব পরিত্যক্ত নলকূপ ও বোরিং গর্ত চিহ্নিত করে জরিপ পরিচালনা, রাষ্ট্রীয় ব্যয়ে এসব গর্ত সিল/ভরাট বা স্থায়ীভাবে বন্ধ করা, অবৈধ নলকূপ খননের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, নিরাপদ নলকূপ ব্যবস্থাপনার জন্য মানসম্মত কার্যপ্রণালি (এসওপি) প্রণয়ন, অননুমোদিত নলকূপ স্থাপন রোধে কঠোর নজরদারি এবং দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ।

নোটিশে সতর্ক করে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে উপযুক্ত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]