ভাইরাল ভিডিও ঘিরে ফের চর্চায় অক্ষয় খান্না–করিশ্মা কাপুরের ‘অপূর্ণ প্রেম’

আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০১:৩৯:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০১:৩৯:০১ পূর্বাহ্ন
বলিউডে সম্পর্ক, বিচ্ছেদ আর অপূর্ণ প্রেম নতুন কিছু নয়। সময়ের সঙ্গে সঙ্গে পুরনো অনেক সম্পর্কের গল্পই ফের ঘুরে ফিরে আলোচনায় আসে। তেমনই একটি পুরনো ভিডিও ঘিরে আবারও চর্চায় উঠে এসেছেন অভিনেতা অক্ষয় খান্না ও অভিনেত্রী করিশ্মা কাপুর।

সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের সুবাদে বিনোদন জগতের শিরোনামে রয়েছেন অক্ষয় খান্না। দর্শকদের একাংশের মতে, ছবিতে তাঁর পারফরম্যান্স নায়ক রণবীর সিংকেও ছাপিয়ে গেছে। অক্ষয়ের এই সফল কামব্যাকের মাঝেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে করিশ্মা কাপুরের বিয়ের সময়কার একটি পুরনো ভিডিও, যা নতুন করে জল্পনা উসকে দিয়েছে, এক সময় কি সত্যিই ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন অক্ষয় ও করিশ্মা?

ভাইরাল ভিডিওতে দেখা যায়, করিশ্মা কাপুর ও তাঁর প্রয়াত স্বামী শিল্পপতি সঞ্জয় কাপুর অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। সেই সময় আচমকাই অক্ষয় খান্না এসে করিশ্মার গলায় হাত রেখে স্নেহভরে চুমু খান। করিশ্মাও হাসিমুখে শুভেচ্ছা গ্রহণ করেন। মুহূর্তটি ঘিরেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা মন্তব্য ও আলোচনা।

নব্বইয়ের দশকের শেষভাগ ও ২০০০ সালের শুরুর দিকে বলিউডে অক্ষয় খান্না ও করিশ্মা কাপুরের সম্পর্কের গুঞ্জন বেশ জোরালো ছিল। ইন্ডাস্ট্রির অন্দরমহলে শোনা যেত, তাঁদের সম্পর্ক নাকি এতটাই গভীর ছিল যে বিয়ের কথাবার্তাও শুরু হয়েছিল। সে সময় করিশ্মার বাবা রণধীর কাপুর নাকি অক্ষয়ের বাবা বিনোদ খান্নার কাছে বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিলেন। তবে করিশ্মার মা ববিতা এতে সম্মত হননি। করিশ্মা তখন কেরিয়ারের শীর্ষে ছিলেন এবং মেয়ের অভিনয় জীবনেই মনোযোগ দেওয়ার পক্ষে ছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই সম্পর্ক আর পরিণতি পায়নি।

যদিও সেই সময় প্রকাশ্যে অক্ষয় কিংবা করিশ্মা কেউই এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। পরে করিশ্মা কাপুর বিয়ে করেন শিল্পপতি সঞ্জয় কাপুরকে। অন্যদিকে অক্ষয় খান্না বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নীরব ও সংযত থেকেছেন।

এই পুরনো ভিডিও নতুন করে সামনে আসতেই অনুরাগীরা স্মৃতিতে ফিরে গেছেন। কেউ মন্তব্য করেছেন, সম্পর্কটা টিকলে দারুণ একটা জুটি হতো, আবার কারও মতে, বলিউডে এমন কত সম্পর্কই তো ছিল, যা শেষ পর্যন্ত পরিণতি পায়নি।” অনেকেই মনে করছেন, ভিডিওটি নতুন না হলেও সঠিক সময়ে ভাইরাল হওয়ায় ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

‘ধুরন্ধর এর মাধ্যমে অক্ষয় খান্নার দুর্দান্ত প্রত্যাবর্তন ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। এমন সময় এই ভিডিও ভাইরাল হওয়ায় অভিনেতাকে ঘিরে আগ্রহ আরও বেড়েছে। অক্ষয় খান্না ও করিশ্মা কাপুরের এই আলোচিত মুহূর্ত যেন আবারও মনে করিয়ে দিচ্ছে, সময় বদলালেও বলিউডের পুরনো গল্প কখনও পুরোপুরি হারিয়ে যায় না।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]