প্রথম ডেটেই প্রেমের সুর, পিয়ানো–গানের জাদুতে কাছাকাছি তারা–বীর

আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০১:৩২:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০১:৩২:৪৪ পূর্বাহ্ন
বলিউডে অভিনেত্রী তারা সুতারিয়া ও অভিনেতা বীর পাহাড়িয়ার প্রেমের গুঞ্জন এখন আর গোপন নয়। বরং সময়ের সঙ্গে সঙ্গে তা স্পষ্ট সম্পর্কের রূপ নিয়েছে। সদ্য ‘স্কাই ফোর্স’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হওয়া বীর পাহাড়িয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে তারার সঙ্গে তাঁর সম্পর্কের নানা অজানা মুহূর্ত অকপটে তুলে ধরেছেন।

দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেম নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা চলছিল। অবশেষে গত আগস্ট মাসে ইনস্টাগ্রামে একসঙ্গে ছবি পোস্ট করে সেই জল্পনায় নিজেরাই সিলমোহর দেন তারা ও বীর। এরপর থেকেই তাঁদের সম্পর্ক ঘিরে আগ্রহ আরও বেড়ে যায়।

সাক্ষাৎকারে বীর পাহাড়িয়া জানান, তাঁদের প্রথম ডেটেই কোনও দ্বিধা বা সংকোচ ছিল না। তিনি বলেন, *“আমরা যেখানেই গিয়েছি, নিজেদের অনুভূতি লুকাইনি। এটাই আমাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক।

ঠিক কোন মুহূর্তে একে অপরের প্রতি আকর্ষণ তৈরি হয়েছিল, এমন প্রশ্নে বীর আবেগাপ্লুত হয়ে বলেন, সেই বিশেষ মুহূর্তটি ছিল তাঁদের প্রথম ডেট নাইট। তাঁর ভাষায়, আমি পিয়ানো বাজিয়েছিলাম, আর তারা ভোরের আলো ফোটা পর্যন্ত একটানা গান গেয়েছিল। সুর আর কথার সেই সন্ধ্যাই আমাদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দেয়।

এ প্রসঙ্গে তারা সুতারিয়াও জানান, তাঁদের সম্পর্ক একদিনে গড়ে ওঠেনি। বরং বিশ্বাস ও ভালোবাসার মধ্য দিয়ে ধীরে ধীরে তা আরও গভীর হয়েছে। অভিনেত্রীর কথায়, আমরা যেন জন্ম জন্মান্তর ধরে একে অপরের পাশে আছি। সুখ-দুঃখ সব কিছু নিয়ে প্রথম দিন থেকেই খোলাখুলি কথা বলাই আমাদের সম্পর্কের ভিত্তি।

ভ্রমণ ও ব্যক্তিগত পছন্দ নিয়ে কথা বলতে গিয়ে তারা বলেন, দু’জনেই ভালো খাবার, গভীর রাত পর্যন্ত আড্ডা, গান আর খুনসুটিতে বিশ্বাসী। এই মিলই তাঁদের সম্পর্ককে সহজ ও স্বাভাবিক রেখেছে।

তাঁদের প্রথম একসঙ্গে ভ্রমণের অভিজ্ঞতাও ছিল অত্যন্ত রোমান্টিক। তারা জানান, ইতালির আমালফি কোস্টের ক্যাপ্রি আইল তাঁর কাছে বরাবরই বিশেষ। শোনা যায়, সেখানে নৌকাভ্রমণের সময় প্রিয় মানুষকে আলিঙ্গন করলে সম্পর্ক নাকি চিরস্থায়ী হয়। তারা ও বীর সেই বিশ্বাসেই সেখানে গিয়েছিলেন। বীর বলেন, এই জায়গাটা আমাদের দু’জনের কাছেই আলাদা গুরুত্ব বহন করে। পরিচয়ের আগেই আমরা ঠিক করেছিলাম, জীবনের বিশেষ মানুষকে পেলে এখানেই আসব।

উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর নিজের জন্মদিন বীর পাহাড়িয়ার সঙ্গে মালদ্বীপে ঘুরে অন্তরঙ্গভাবে উদযাপন করেন তারা সুতারিয়া। বর্তমানে সামাজিক মাধ্যমে তাঁদের যুগল ছবি ঘিরে ‘কাপল গোলস’-এর নতুন সংজ্ঞা তৈরি হয়েছে, যা নেটিজেনদের মধ্যে রীতিমতো আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]