রাজশাহী নগরীতে মানবাধিকার দিবসে র‌্যালি ও পথসভা

আপলোড সময় : ১১-১২-২০২৫ ১২:৪৪:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৫ ১২:৪৪:১৮ পূর্বাহ্ন
রাজশাহী নগরীতে র‌্যালি ও পথসভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৭৮তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস। 

সবার জন্য মানবাধিকার, সবার জন্য মর্যাদা’ প্রতিপাদ্যে দিনটি পালন করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনি সহায়ক কেন্দ্র আসক ফাউন্ডেশন রাজশাহী কমিটি।

বুধবার বেলা ১১টায় সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে পথসভায় মিলিত হয়। কর্মসূচি পরিচালনা করেন সংস্থার পরিচালক মো. আইয়ুব আলী তালুকদার। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর কমিটির সভাপতি অশোক কুমার শাহা।

প্রধান অতিথি ছিলেনশমফ বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান। বিশেষ অতিথি হিসেবে রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্যসহ বিভিন্ন মানবাধিকার, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, ধর্ম বর্ণ জাতি অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে মানবাধিকার সকলের জন্য সমান হলেও সমাজের কিছু অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে মানবাধিকার নিশ্চিতে এখনও বাধা রয়ে গেছে। পথশিশু, গৃহহীন, বেকার জনগোষ্ঠী, দরিদ্র রোগীদের চিকিৎসা অধিকার, ভুল চিকিৎসা রোধ, ভেজাল ওষুধ নির্মূল এবং নারীশিশু নির্যাতন প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

আসক ফাউন্ডেশন আশা প্রকাশ করে, ভবিষ্যতে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার আরও শক্তভাবে ফিরে পাবে এবং অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সবাই সমান মর্যাদায় বসবাস করতে পারবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]