তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে উদ্ধার অভিযান

আপলোড সময় : ১১-১২-২০২৫ ১২:১০:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৫ ১২:১০:৫৯ পূর্বাহ্ন
রাজশাহীর তানোরে খেলার সময় একটি পরিত্যক্ত গভীর নলকূপের (ডিপ টিউবওয়েল) পাইপের ভেতরে পড়ে গেছে দুই বছরের শিশু সাজিদ। 

বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। শিশুটিকে জীবিত উদ্ধারে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও স্থানীয় প্রশাসন জোর তৎপরতা চালাচ্ছে।

আটকে পড়া শিশু সাজিদ ওই গ্রামের স্থানীয় বাসিন্দা রাকিবের ছেলে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, বাড়ির পাশেই একটি পরিত্যক্ত ডিপ টিউবওয়েলের টেস্ট বোরিংয়ের গর্ত ছিল।

দুপুরে খেলার ছলে শিশুটি অসাবধানতাবশত সেই অরক্ষিত গর্তের ভেতর পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বোরিংটির ব্যাস মাত্র পাঁচ ইঞ্চি এবং গভীরতা প্রায় ৩৫ ফুট। সরু গর্ত হওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। তবে পরিস্থিতি মোকাবিলায় রাজশাহী শহর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের বিশেষায়িত উদ্ধারকারী দল ঘটনাস্থলে যোগ দিয়েছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, শিশুটি কিছুক্ষণ আগেও ভেতর থেকে সাড়া দিয়েছে, যা আশার সঞ্চার করেছে। তাকে জীবিত রাখতে পাইপের ভেতর নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। শিশুটিকে অক্ষত অবস্থায় বের করে আনতে গর্তের চারপাশে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি খোঁড়ার কাজ চলছে।

ওসি শাহীনুজ্জামান আরও বলেন, শিশুটিকে জীবিত উদ্ধার করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেকোনো জরুরি চিকিৎসার জন্য ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসক দল প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে শিশুটি আটকা পড়ার খবরে ঘটনাস্থলে ভিড় করেছেন হাজারো উৎসুক জনতা। শিশুটি যেন সুস্থভাবে ফিরে আসে, সেই প্রার্থনায় প্রহর গুনছেন তার পরিবার ও এলাকাবাসী।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]