অবশেষে থ্রি ইডিয়টস ২ এর চিত্রনাট্য সম্পন্ন

আপলোড সময় : ০৯-১২-২০২৫ ১০:৩০:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৫ ১০:৩০:১৯ অপরাহ্ন
বলিউডের ব্লকবাস্টার ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল অবশেষে ফিরছে দীর্ঘ ১৫ বছর পর নির্মাণ শুরু হতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত ছবি। পরিচালক রাজকুমার হিরানি ইতোমধ্যে ‘থ্রি ইডিয়টস ২’-এর চিত্রনাট্য চূড়ান্ত করেছেন বলে বলিপাড়ার সূত্রে জানা গেছে।

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘থ্রি ইডিয়টস’ শিক্ষাব্যবস্থার চাপ, স্বপ্ন ও বন্ধুত্বের গল্পকে নতুন উচ্চতায় নিয়ে যায়। চলচ্চিত্রটি বক্স অফিসের সব রেকর্ড ভেঙে ভারতের প্রথম ২০০ কোটির ক্লাবে প্রবেশ করে ইতিহাস গড়েছিল। সিক্যুয়েলে প্রথম ছবির চার প্রধান চরিত্রই ফিরছেন, আমির খান (র‍্যাঞ্চো), করিনা কাপুর খান (পিয়া), আর. মাধবন (ফারহান) এবং শারমান যোশি (রাজু)। পরিচালনায় থাকছেন রাজকুমার হিরানি; এটি যৌথভাবে প্রযোজনা করবেন বিধু বিনোদ চোপড়া, হিরানি এবং আমির খান।

সূত্র জানায়, ২০২৬ সালের মাঝামাঝি সময় ছবির শুটিং শুরু হওয়ার কথা। চিত্রনাট্য প্রস্তুত হওয়ায় পুরো টিম উচ্ছ্বসিত। সংশ্লিষ্টদের মতে, প্রথম ছবির সেই ম্যাজিক আবারও ফিরবে, হাসি, আবেগ, অর্থবহ বার্তা, সবকিছু নিয়েই হবে নতুন যাত্রা।

গল্প শুরু হবে প্রথম ছবির শেষ দৃশ্যের প্রায় ১৫ বছর পর। যেখানে পৃথক পথে এগিয়ে যাওয়া চরিত্রগুলো এবার একটি নতুন অ্যাডভেঞ্চারের জন্য আবার একত্র হবে। র‍্যাঞ্চো, ফারহান, রাজু ও পিয়াকে দর্শক নতুন পরিণত জীবনে দেখবেন, নস্টালজিয়া, কৌতুক ও জীবনের অভিজ্ঞতায় ভরপুর এক নতুন অধ্যায়ে।

দীর্ঘদিন ধরে সিক্যুয়েলের পরিকল্পনা করলেও হিরানি এমন নিখুঁত গল্পের অপেক্ষায় ছিলেন যা প্রথম ছবির ঐতিহ্য বজায় রাখতে পারে। সম্প্রতি তাঁর ‘দাদাসাহেব ফালকে’ বায়োপিক স্থগিত হওয়ায় সেই ফাঁকা সময়ে তিনি ‘থ্রি ইডিয়টস ২’-এর চিত্রনাট্য সম্পন্ন করেন।

হিট ছবির মূল তারকা-দলকে আবার একত্রে পাওয়া এবং শক্তিশালী গল্পের প্রত্যাশায় দর্শকদের আগ্রহ তুঙ্গে। অনেকেরই আশা, ‘থ্রি ইডিয়টস ২’প্রথম ছবির মতোই নস্টালজিয়া ও নতুনত্বের সমন্বয়ে আরেকটি স্মরণীয় সিনেমা হয়ে উঠবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]